বাড়তে চলেছে অবসরপ্রাপ্তদের পেনশন! বড় বদলের পথে EPFO

EPFO Pension Increase retired employees pension will increase EPFO making big change-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পেনশনভোগীদের বড়সড় সুখবর শোনাতে পারে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO। ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, EPFO কর্মীদের বেতনসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাব রাখতে পারে। তা নিয়েই জোর কদমে চলছে প্রস্তুতি (EPFO Pension Increase)। প্রস্তাব বাস্তবায়িত হলে দেশজুড়ে কমপক্ষে 1 কোটি বা তারও বেশি কর্মচারী EPS পেনশনের আওতায় চলে আসবেন। বলা বাহুল্য, শেষবারের মতো 2014 সালে 6,500 টাকা থেকে বাড়িয়ে বেতন সীমা 15,000 টাকা করা হয়েছিল। সেটাই এই মুহূর্তে অপরিবর্তিত রয়েছে।

বাড়তে চলেছে পেনশন!

মূলত বেতন সীমা নির্ধারিত হয় EPFO পেনশন স্কিম EPS এর অধীনে। বর্তমানে কর্মীদের বেতনের এই সীমা 15,000 টাকা। অর্থাৎ একজন কর্মচারীর বেতন যদি 25,000 বা 40,000 কিংবা তারও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে পেনশন গণনা করা হবে 15,000 টাকার ভিত্তিতে। এবার সেই সীমা বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তুতি নিচ্ছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা। সেক্ষেত্রে আগামীতে অবসরপ্রাপ্ত কর্মী বা পেনশনভোগীদের পেনশন যে বাড়বে সে কথা বলাই যায়।

উপকৃত হবেন বহুকর্মী

বর্তমান নিয়ম অনুযায়ী, পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন সীমা যেহেতু 15,000 টাকা। কাজেই যে সমস্ত ব্যক্তিদের মূল বেতন 15,000 টাকা পর্যন্ত তারাই ইপিএফ এবং ইপিএস কভারেজের জন্য যোগ্য। ফলে এর থেকে কিছুটা বেশি আয়কারী ব্যক্তিরা এতদিন এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতেন। তবে আগামী দিনে বেতন সীমা 25,000 হয়ে গেলে দেশের 1 কোটিরও বেশি কর্মী EPS পেনশনের আওতায় চলে আসবেন। মূলত কর্মীদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতেই এই বিশেষ পদক্ষেপের পথে EPFO।

অবশ্যই পড়ুন: ফসকাতে পারে T20 বিশ্বকাপ, ৬ মাস দলের বাইরে থাকতে পারেন গিল! চোট নিয়ে বড় খবর

উল্লেখ্য, সম্প্রতি কর্মীদের স্বার্থে পেনশন ব্যবস্থায় বেশ কিছু বদল এনেছে সরকার। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, এবার থেকে দীর্ঘ 35 মাস অর্থাৎ 3 বছর বা তারও বেশি সময় বেকার থাকার পরই একজন ব্যক্তি তাঁর EPS অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ তুলে নিতে পারবেন। আগে এই সময়সীমা ছিল মাত্র দুই মাসের। এর অর্থ কেউ যদি মাত্র দুমাস চাকরির ছেড়ে বাড়িতে বসে থাকেন বা বেকার থাকেন তবে তাঁকে প্রভিডেন্ট ফান্ডের সমস্ত অর্থ তুলে নিতে হতো। এছাড়াও আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দীর্ঘ 11 বছরে প্রথমবারের মতো ন্যূনতম পেনশন 1,000 টাকা থেকে বাড়ানোর পথে কেন্দ্র।

Leave a Comment