বাড়বে গরম! বুধ থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজোর আর মাত্র বাকি ক’টা দিন। চারদিকে এখন উৎসবের আবহ, প্যান্ডেলে প্যান্ডেলে চলছে পুজোর শেষ মুহূর্তের কাজ। কিন্তু গত কয়েক দিনে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। একদিকে যেমন রোদের তেজ ঠিক তেমনই আবার আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম। যার ফলে নাভিশ্বাস অবস্থা সকলের, এমতাবস্থায় চলতি সপ্তাহে আবার বৃষ্টি নিয়ে বড় আপডেট (Weather Update) দিল হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে তাতে নিশ্চিন্ত হওয়ার কোনও কারণ নেই, আসলে এখনও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। যার দরুন চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা নেই। তবে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকতে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, যার ফলে ভ্যাপসা গরমেও হাঁসফাঁস অবস্থা হবে সকলের। মঙ্গলবার গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে। অন্যদিকে আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা এবং দক্ষিণের বাকি সব জেলাতেই। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের পর থেকে আপাতত আর কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: বাঁকুড়ায় পঞ্চায়েত হাতছাড়া বিজেপির! তৃণমূলে নাম লেখালেন পঞ্চায়েত সদস্যা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে এখনো জারি রয়েছে বৃষ্টি দুর্যোগ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে টানা এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত। তবে উত্তরবঙ্গের দক্ষিণাংশের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

Leave a Comment