বাড়বে শীতের দাপট, দক্ষিণবঙ্গের ৪ জেলায় শৈতপ্রবাহের সম্ভাবনা, আজকের আবহাওয়া

South Bengal Winter Weather today

সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস। বড়দিনের সকালে আরও বেশ খানিকটা পারদ কমল বাংলার। জেলায় জেলায় দাপাতে শুরু করেছে শীত। সেইসঙ্গে ঘন কুয়াশার দাপট তো রয়েইছেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আগামী সাত দিন ধরে বাংলার সব জেলায় শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে যে, সকালের সময় সকল জেলার এক বা দুটি স্থানে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এক কথায় আজ থেকে আরও শীত বাড়বে বাংলায় বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ থেকে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে শীতের দাপট ফুলদমে বাড়বে। পূর্বাভাস মতো আজ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র শীত লক্ষ্য করা গিয়েছে। আজ শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। এছাড়াও শীতের কামড় থাকবে কলকাতা, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। এছাড়া কলকাতা ও অন্যান্য স্থানে ঘন কুয়াশার দাপট দেখা যাবে।

Image

উত্তরবঙ্গের আবহাওয়া

আইএমডি কলকাতার পূর্বাভাস অনুসারে, উত্তরবঙ্গের কিছু অংশে রাতের তাপমাত্রাও প্রায় দুই ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দিনাজপুর জেলাগুলিতে দিনের বেলা আকাশ স্পষ্ট ও শুকনো থাকার সম্ভাবনা বেশি। তাপমাত্রা থাকতে পারে ৪ থেকে ৯ ডিগ্রির মধ্যে।

আরও পড়ুন: মকর রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর?

বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) পাহাড়ি শহর দার্জিলিংয়ে রাজ্যের সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার সর্বনিম্ন পারদ ৯ ডিগ্রিতে নেমে গিয়েছিল। হাওয়া অফিসের মতে, আগামী ৭ দিনে উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে কনকনে শীত পড়তে চলেছে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা যাবে ০ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Leave a Comment