বাড়ল গ্রুপ সি, গ্রুপ ডি আবেদনের সময়সীমা!

SSC Group C And Group D

প্রীতি পোদ্দার, কলকাতা: বড় আপডেট শিক্ষাকর্মীদের জন্য! শেষ মুহূর্তে এসে আরও একবার বাড়ানো হল নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময়সীমা (SSC Group C And Group D)! জানা গিয়েছে SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর চাকরির পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে বিগত দু’দিনে বেশ হিড়িক পড়ে গিয়েছিল। একসঙ্গে ৫০-৬০ হাজার প্রার্থী জন্য ওয়েবসাইটে ঢুকছেন আবেদন করতে। আর তাতেই সার্ভারে ব্যাপক সমস্যার দেখা দেয়। অভিযোগ, বহু প্রার্থীই আবেদন জমা দিতে পারেননি। তাই এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন।

বাড়ানো হল আবেদনের সময়সীমা

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার, ৮ ডিসেম্বর বিকেল পর্যন্ত ছিল SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর চাকরির পরীক্ষায় আবেদনের শেষ সময়সীমা। কিন্তু তার মাঝেই দেখা গেল কিছু প্রযুক্তিগত সমস্যা। জানা গিয়েছে, বর্তমানে যে ওয়েবসাইটে আবেদন জানানো হচ্ছে সেখানে একসঙ্গে সর্বোচ্চ ১৩ থেকে ১৪ হাজার মানুষ আবেদন করতে পারেন। কিন্তু গত দু’দিনে হঠাৎই আবেদনের সময় বেড়ে যায়, যার ফলে সার্ভার ডাউন হয়ে যায়। যার দরুন নয়া সিদ্ধান্ত নিতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন। নয়া নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে এসএসসির গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় বসার আবেদনের সময়সীমা আগামী ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

এসএসসির গ্রুপ-সি ও গ্রুপ-ডির আবেদন করা ওয়েবসাইতের সার্ভার ডাউন থাকার কারণে ইতিমধ্যেই ৫০ থেকে ৬০ হাজার প্রার্থী শিক্ষাকর্মী হওয়ার পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করতে চাইলেও করতে পারেননি। যার ফলে বেশ কিছু আবেদনকারী ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। তাই সেই অভিযোগের ভিত্তিতেই এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। এখনও পর্যন্ত প্রায় ১৪ লক্ষেরও বেশি আবেদনকারী আবেদন করেছেন।

আরও পড়ুন: “রাজ্য সরকার বঙ্কিমচন্দ্রকে প্রাপ্য সম্মান দেয়নি, এড়িয়ে গিয়েছে…” চাঞ্চল্যকর অভিযোগ প্রপৌত্র সজলের

SSC বা স্কুল সার্ভিস কমিশনের তরফে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার পর্যন্ত গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদনের হার ছিল ২০১৬-র চেয়ে কম। ২০১৬ সালে নিয়োগে গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে স্কুলে স্কুলে নিয়োগের জন্য প্রায় ১৮ লক্ষ আবেদন জমা পড়েছিল। কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত ১৪ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। নির্দেশিকা অনুযায়ী এসএসসি জানিয়েছে গ্রুপ-সি বিভাগে ২৯৮৯টি শূন্যপদ রয়েছে এবং গ্রুপ-ডি বিভাগে ৫৪৮৮ টি শূন্যপদ রয়েছে।

Leave a Comment