প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে ভোটের জরুরী প্রস্তুতিতে নেমেছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠল ওয়াকফ আইন। বিতর্কের প্যাঁচে পড়ে কিছুদিন আগেই ওয়াকফ সম্পত্তির (Waqf Properties) বিবরণ কেন্দ্রীয় সরকারের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করার নির্দেশিকা জারি করেছিল নবান্ন। এবার সেই প্রসঙ্গে সময়সীমা বৃদ্ধি করা নিয়ে বড় আপডেট দিল সুপ্রিম কোর্ট।
সময়সীমা বাড়ানোর আবেদন সুপ্রিম কোর্টে
উল্লেখ্য, গত ৬ জুন ওয়াকফ সম্পত্তি সরকারি পোর্টালে নথিভুক্ত করার জন্য একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে ‘উমিদ’ পোর্টালে ভারত জুড়ে সব ওয়াকফ সম্পত্তির বিবরণ ছ’মাসের মধ্যে নথিভুক্ত করতে হবে। আর সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। এবার এই নির্দেশিকার ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানানো হল সুপ্রিম কোর্টে।
ছ’মাসের সময়সীমা কম বলে দাবি মামলাকারীদের
গতকাল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে মামলা ওঠে ওয়াকফ সম্পত্তি নিয়ে। আবেদনকারীর আইনজীবী কপিল সিব্বল এই বিষয়ে সওয়াল করেন বলেন যে, ‘‘ছয় মাসের সময় খুবই কম। অনেকেই এ ব্যাপারে বিস্তারিত জানেন না। সব বিবরণ সংগ্রহ করে তা পোর্টালে নথিভুক্ত করার ক্ষেত্রে ছ’মাসের সময়সীমা কম।’’ এদিকে সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা যুক্তি দিয়ে বলেন যে, ট্রাইবুনালে আবেদন করার কথা ওয়াকফ আইনেই বলা রয়েছে। এই প্রসঙ্গে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেয় যে ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় পোর্টালে নথিভুক্ত করা বাঞ্ছনীয়।
বড় আপডেট সুপ্রিম কোর্টের
রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার, সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ মামলাকারীদের উদ্দেশে জানিয়েছেন যে, ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় পোর্টালে নথিভুক্ত করার সময় যদি কোনও প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তা হলে সেটা ওয়াকফ ট্রাইবুনালের কাছে জানানো যেতে পারে। এছাড়াও সময়সীমা বৃদ্ধির আবেদনও করার সুযোগ থাকলে ট্রাইবুনাল তা বিবেচনা করতে পারে। এর আগে সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন আদেশে ওয়াকফ আইন সম্পূর্ণরূপে স্থগিত করতে অস্বীকার করেছিল।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার সহ ৯৪টি প্রকল্প ডালায় রাজ্য সরকার, ১৫ বছরের রিপোর্ট কার্ড পেশ মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ম অনুসারে, যারা ওয়াকফ সম্পত্তি আপলোড করবে না, তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও শাস্তি স্বরূপ এও জানা গিয়েছে যে যাঁরা এই পোর্টালে সম্পত্তি নথিভুক্ত করবেন না, তাঁদের সম্পত্তির অবস্থা বাতিল করা হবে এবং পরে ওয়াকফ ট্রাইব্যুনালের নির্দেশে পুনরায় নথিভুক্তকরণ করা যাবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সব জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়ে স্পষ্ট জানিয়েছিল যে ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। তাই এবার সেই সময়সীমা এগিয়ে আসায় চাপ পড়ল একাংশের।