বাড়ানো হল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা! দিনক্ষণ জানাল কমিশন

SIR in Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: বেড়ে গেল ভোটার তালিকার নিবিড় সংশোধনের (SIR in Bengal) সময়সীমা। হ্যাঁ, খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছলো। আগে ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছিল। তবে এবার সেই দিন পিছিয়ে করা হল ১৬ ডিসেম্বর। চাপের মুখেই নত স্বীকার করতে বাধ্য হল নির্বাচন কমিশন। বাংলাসহ মোট বারোটি রাজ্যেই বাড়ানো হল এসআইআর-এর সময়সীমা।

বাড়ল চূড়ান্ত ভোটার তালিকার সময়সীমাও

একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার কথা ছিল ২৭ ফেব্রুয়ারি। এবার তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করা হয়েছে। এমনকি এসআইআর-এর এনুমারেশন ফর্মের ডেডলাইন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আর খসড়া ভোটার তালিকা বেরোবে ১৬ ডিসেম্বর। মূলত বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

বলাবাহুল্য, এসআইআর পর্ব শুরু হতেই ডেডলাইন মেনে কাজ শেষ করার ক্ষেত্রে চিন্তায় পড়েছিল বুথ লেভেল অফিসাররা। এমনকি অনেকেই এসআইআর আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পাশাপাশি অসুস্থ হয়েছেন অনেকে। এমনকি হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। এদিকে বিগত একদিন আগে সিইও দফতরে বিএলও-দের বিক্ষোভ দেখা যায়। আর মুর্শিদাবাদে বিএলও মৃত্যুতে তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবাদে নেমেছিল স্থানীয়রা। সেই বিক্ষোভের ২৪ ঘন্টা কাটার আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছলো নির্বাচন কমিশন।

আরও পড়ুন: শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করল SSC, জমা পড়ল ৮ লক্ষ আবেদন

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে প্রাপ্ত তথ্য বলছে, খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে ৩৫ লক্ষ ৯৩ হাজার ৮০০ জন ভোটারের নাম। এদের মধ্যে মৃত ১৮ লক্ষ ৭০ হাজার এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে ১১ লক্ষ ৮২ হাজার ভোটার। পাশাপাশি ৩ লক্ষ ৮০ হাজার ভোটারের নাম কোনও খোঁজই মিলছে না, আর ডুপ্লিকেট ভোটারের নাম রয়েছে ৭৭ হাজার ৫৬৫। শুধু এখন খসড়া তালিকা প্রকাশ হওয়ার পালা।

Leave a Comment