বাড়ানো হল রেলের ৫৮১০ শূন্যপদে NTPC নিয়োগের সময়সীমা! দেখুন ডেডলাইন

RRB NTPC Date Extend

সৌভিক মুখার্জী, কলকাতা: এই মুহূর্তের সবথেকে বড় আপডেট এই যে, রেলওয়ে NTPC-তে গ্রাজুয়েট লেভেলের নিয়োগের জন্য যে আবেদন চলছিল, তার সময়সীমা বাড়ানো (RRB NTPC Date Extend) হল। হ্যাঁ, আগে যেখানে আবেদনের সময়সীমা ছিল ২০ নভেম্বর পর্যন্ত, সেখানে এবার অনেকটাই বাড়ানো হল ডেডলাইন। ফলত, যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, তাদের জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ। বিশদে জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?

জেনে রাখা ভাল, আরআরবি NTPC গ্রাজুয়েট লেভেলের ক্ষেত্রে যে পদগুলি রয়েছে সেগুলি হল- টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক সহকারী। এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ৫৮১০টি।

কারা আবেদন করতে পারবেন?

রেলের এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া যোগ্য প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে। আর সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের বয়সের ছাড়ও দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া

এখানে প্রার্থীদের প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ে আরও একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তারপর টাইপিং দক্ষতা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল।

কীভাবে আবেদন করবেন?

যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে www.rrbapply.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • যদি আপনি ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সরাসরি লগইন করুন। আর যদি না করেন তাহলে নতুন ইমেইল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
  • এরপর আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

বলে রাখার বিষয়, এখানে সমস্ত প্রার্থীদের আবেদন করার জন্য ৫০০ টাকা করে ফি লাগবে। তবে এসসি/এসটি, মহিলা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের আবেদন করতে হলে ২৫০ টাকা ফি দিতে হবে।

আরও পড়ুনঃ রাতারাতি টাকা ডবলের প্রলোভন! হুগলিতে চিট ফান্ড কেলেঙ্কারিতে সর্বস্ব খোয়া গেল আমজনতার

বাড়ানো হল আবেদনের সময়সীমা

বলাবাহুল্য, এখানে আবেদন শুরু হয়েছিল গত ২১ অক্টোবর থেকে এবং আবেদনের শেষ তারিখ ছিল আজ অর্থাৎ ২০ নভেম্বর পর্যন্ত। তবে এবার আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৭ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ নভেম্বর। এমনকি কারেকশন উইন্ডো খুলবে ৩০ নভেম্বর এবং চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

Leave a Comment