বিক্রম ব্যানার্জী, কলকাতা: অমানবিকতার চরম উদাহরণ, স্বামীকে মেরে তাঁর মৃতদেহ একটি নীল ড্রামের মধ্যে লুকিয়ে রেখেছিলেন গুণধর স্ত্রী। ঘটনাটি ঘটেছিল রাজস্থানের আলওয়ারে। জানা যায়, কাজের সন্ধানে স্ত্রী এবং সন্তানদের নিয়ে রাজস্থানে থাকতে শুরু করেন ওই ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী, সেখানেই একটি বাড়ি ভাড়া করে পরিবার নিয়ে থাকতে শুরু করেন তিনি। পুলিশ সূত্রে খবর, পরবর্তীতে ওই বাড়ি মালিকের ছেলের সাথে গোপন সম্পর্কে জড়িয়ে যান তাঁর স্ত্রী।
আর এর পরই প্রেমিকের সাথে মিলে ওই ব্যক্তিকে হত্যা করেন তিনি। তবে পেশায় শ্রমিক স্বামীকে মেরেই থেমে থাকেননি মহিলা। স্বামীর মৃত্যু নিশ্চিত করে তাঁর মৃতদেহ একটি নীল ড্রামের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এবার সেই হাড় হিম করা ঘটনায় অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
স্বামীকে খুন করে প্রেমিকের সাথে পালিয়ে ছিলেন গুণধর স্ত্রী
একাধিক রিপোর্ট অনুযায়ী, বাড়ি মালিকের ছেলের সাথে হাত মিলিয়ে স্বামীকে খুন করার পর চম্পট দিয়েছিলেন গুণধর স্ত্রী। জানা যায়, প্রেমিক এবং সন্তানদের সাথে করেই এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে দীর্ঘ খোঁজাখুঁজির পর আলওয়ার হত্যাকাণ্ডের কিনারা করেছে পুলিশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই অভিযুক্ত মহিলা এবং তাঁর প্রেমিককে থাইরথাল-তিজারা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত সুনিতা এবং তাঁর প্রেমিক জিতেন্দ্রকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Another Drum… Another Man lost his life!! https://t.co/Vqs9lrEk4Z
— Divya Gandotra Tandon (@divya_gandotra) August 18, 2025
অবশ্যই পড়ুন: পাঠ্যবই থেকে বাদ দিতে হবে ডারউইনের বিবর্তনবাদ! বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ
পুলিশ সূত্রে খবর, প্রথমে ওই মৃত ব্যক্তির উপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক প্রহার করেন তাঁর স্ত্রী। এরপর মৃতদেহটিকে বিকৃত করে সেদিকে ছাদের একটি নীল ড্রামের মধ্যে লুকিয়ে রেখেছিলেন ওই মহিলা এবং তাঁর প্রেমিক। জানা যায়, দীর্ঘ বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর ওই বাড়ির ছাদ থেকে পচা গন্ধ পেতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
পরবর্তীতে স্থানীয়দের তরফে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নীল ড্রাম থেকে শাহজাহানপুর জেলার বাসিন্দা মৃত হংসরামের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ কর্তাদের বক্তব্য, ওই মৃতদেহটি যাতে দ্রুত পচে যায় সেজন্য তাতে লবণ মাখানো হয়েছিল। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
উল্লেখ্য, এর আগে উত্তর প্রদেশের মিরাটে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল গোটা দেশ। যেখানে মার্চেন্ট নেভি অফিসার স্বামীকে খুন করে এমনই এক নীল ড্রামের মধ্যে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে সিল করেছিলেন স্ত্রী। এরপর থেকেই নীল ড্রামের নামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।