সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি বাড়িতে বেশি পরিমাণ নগদ টাকা রাখেন? তাহলে সাবধান। কারণ, ধরা পড়লেই এবার দিতে হবে ৮৪% জরিমানা। হ্যাঁ, আয়কর দফতর চালু করল নতুন নিয়ম (Income Tax Rules)। সরকার এখন নগদ টাকা নিয়ন্ত্রণের উপর আরও কঠোর হচ্ছে। তাই বাড়িতে নগদ রাখার আগে অবশ্যই মাথায় রাখতে হবে কিছু নিয়ম। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
আরোপ হতে পারে ৮৪% কর
আসলে সম্প্রতি বিনিয়োগ ব্যাঙ্কার এবং সিএ সার্থক আহুজা আয়কর দফতরের নতুন নিয়মগুলি কীভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, যদি আয়কর দফতর আপনার বাড়িতে নগদ অর্থের হদিস পায় এবং আপনি যদি কোনও বৈধ কারণ বা প্রমাণ দিতে না পারেন, তাহলে ৮৪% পর্যন্ত জরিমানা করা হতে পারে। এর ভিতর বিভিন্ন রকম সারচার্জ, সেস ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। মোদ্দা কথা, আপনার কাছে যদি কোনও কারণ ছাড়া ১০ লক্ষ টাকা নগদ মেলে, তাহলে কর এবং জরিমানা বাবদ ৮.৪ লক্ষ টাকা নেওয়া হতে পারে।
কীভাবে নগদ থাকা সনাক্ত করবে আয়কর বিভাগ?
এবার আপনি হয়তো নিশ্চয়ই ভাবছেন যে আপনি ঘরে টাকা রেখে দিলে আয়কর দফতর কীভাবে জানবে? আসলে আজকাল ব্যাঙ্ক বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমগুলি আপনার লেনদেনের তথ্য আয়কর দফতরকে পাঠায়। হ্যাঁ, আপনি যদি আপনার সঞ্চয় অ্যাকাউন্ট থেকে বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ টাকা তোলেন, তাহলে ব্যাঙ্ক সেই তথ্য সরাসরি আয়কর দফতরকে পাঠাবে। এমনকি যদি ২০ লক্ষ টাকা তোলেন, তাহলে ব্যাঙ্ক সেখানে টিডিএসও কাটবে। সেক্ষেত্রে যদি কোনও সন্দেহজনক লেনদেন খুঁজে পায়, তাহলে তারা সরাসরি তদন্ত করতে পারে।
মোদ্দা কথা, প্রতিটি নগদ লেনদেন সিস্টেমে রেকর্ড করা হয় যা সরাসরি আয়কর দফতরকে সরবরাহ করা হয়। এমনকি সম্পত্তিতে নগদ অর্থ গ্রহণের জন্যও মোটা জরিমানা নেওয়া হয়। বর্তমানে অনেকে রয়েছে যারা সম্পত্তি কেনা বা বিক্রি করার সময় নগদ অর্থ নেয়। তবে এটিও আইন অনুমোদিত নয়। কারণ, সম্পত্তি বিক্রি করার পর যদি আপনি ২০ হাজার টাকার বেশি নগদ অর্থ নেন, তাহলে আপনার সম্পত্তির মোট দামের উপরেই ১০০% জরিমানা করা হতে পারে। অর্থাৎ, নগদ অর্থের সমান আলাদা জরিমানা গুনতে হবে। একইভাবে, যদি আপনি একদিনে একজন গ্রাহকের কাছ থেকে ২ লক্ষ টাকার বেশি নগদ নেন, তাহলে সম্পূর্ণ টাকার উপরে ১০০% জরিমানা আরোপ করা হতে পারে।
পাশাপাশি এমন অনেকেই রয়েছে যারা বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনদের কাছ থেকে নগদ টাকা ধার নেন। তবে আপনি হয়তো জানলে চমকে উঠবেন, এটিও আইনত অনুমোদিত নয়। আপনি যদি নগদে টাকা ধার নেন, তাহলে আপনার গোটা টাকার উপরে ১০০% জরিমানা হতে পারে। অর্থাৎ, যে কোনও ঋণ সর্বদা ব্যাঙ্ক বা ডিজিটাল মাধ্যমে নেওয়া উচিত। সার্থক আহুজার মতে, সরকার এখন প্রযুক্তিকে এতটাই উন্নত করেছে যে, কোনওরকম সন্দেহজনক নগদ লেনদেন হলেই সরাসরি তা সনাক্ত হয়। এমনকি ব্যাঙ্ক, পেমেন্ট অ্যাপ বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি ক্রমাগত সেই তথ্য আয়কর দফতরকে পাঠাচ্ছে। তাই আজই বাড়িতে নগদ টাকা রাখার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন।