বাদ গম্ভীরের প্রিয় পাত্র! আজ দক্ষিণ আফ্রিকাকে টাইট দিতে এই একাদশে ভরসা রাখতে পারে ভারত

India Vs South Africa first T20 India’s possible playing 11

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে টেস্ট হারলেও একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নাক খর দিতে বাধ্য করেছে ভারত। এবার পালা টি-টোয়েন্টির (India Vs South Africa)। আজ অর্থাৎ 9 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। সূর্যকুমার যাদবের হাত ধরে এই আসরে প্রোটিয়াদের বিরুদ্ধে একতরফা জয় খোঁজাই এখন লক্ষ্য ম্যানেজমেন্টের। কিন্তু প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বধ করতে কোন একাদশে ভরসা রাখবে ভারত?

ওপেনিংয়ে কারা?

এশিয়া কাপের মঞ্চ মাতিয়েছিলেন ভারতের দুই তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমন গিল। মনে করা হচ্ছে, আজকের ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে শুরুটা করতে পারেন এই দুই তারকা ক্রিকেটার। চোট কাটিয়ে আপাতত মাঠে ফিরেছেন গিল। অন্যদিকে অভিষেক শর্মাও এইডেন মার্করামদের বিরুদ্ধে ঝাঁপাতে পুরোপুরি তৈরি। সব মিলিয়ে, আজ ভারতীয় দলের হয়ে শুভারম্ভ করতে দেখা যাবে দুই বন্ধু অভিষেক এবং গিলকে।

মিডল অর্ডারে কারা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেই বিরাট সিদ্ধান্ত জানিয়েছে বোর্ড। বাদ দেওয়া হয়েছে দক্ষ ফিনিশার রিঙ্কু সিংকে। তবে নাইট তারকা না থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠ কাঁপাতে দেখা যাবে একাধিক পরিচিত মুখকে। আজকের ম্যাচে অভিষেক শর্মা এবং গিলের পর 3 নম্বরে ব্যাট করতে আসবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। 4 নম্বরে রাখা হতে পারে তিলক বর্মাকে। 5 নম্বরে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এর পর একে একে শিবম দুবে, সঞ্জু স্যামসন এবং অক্ষর প্যাটেলকে মিডিল অর্ডারে দেখা যেতে পারে।

বোলিং বিভাগে কারা?

মঙ্গলবার ওড়িশার কটকে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। কটকের পিচ মূলত লাল মাটির পিচ। যেখানে সুবিধা পান জোরে বোলাররা। কাজেই আজকের ম্যাচে খুব একটা বেশি স্পিনারকে নামাবে না ভারত। এক্ষেত্রে তিলক বর্মাকে পার্ট টাইম বোলার হিসেবে খেলানো হতে পারে। এছাড়াও আজ ভারতের বোলিং বিভাগে দেখা মিলতে পারে কুলদীপ যাদবের। একই সাথে থাকতে পারেন অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ।

অবশ্যই পড়ুন: মাত্র ৩,৫০০ করে জমিয়েই মিলবে প্রায় সাড়ে ৭ লাখ, দারুণ স্কিম পোস্ট অফিসের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরাহ।

Leave a Comment