বাদ গিল! এন্ট্রি KKR তারকার, T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা BCCI-র

India T20 World Squad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ভারত (India T20 World Cup Squad)। জল্পনায় সিলমোহর দিয়েই বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হলো শুভমন গিলকে। সেই সাথেই 15 সদস্যের দলে বড় চমক হিসেবে বহুদিন পর জায়গা পেলেন ঈশান কিষান। ভারতের এই তরুণ ক্রিকেটার মূলত দ্বিতীয় উইকেট কিপার হিসেবে জাতীয় দলে কামব্যাক করলেন। এদিকে সহ অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েও বিশ্বকাপের দলে ফিরলেন KKR এর রিঙ্কু সিং। ভারতের 15 সদস্যের দলে আর কী কী বদল এলো?

কবে থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ 2026 সালের 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা। দুই দেশের মোট 8টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা 8 মার্চ। সব ঠিক থাকলে মহাফাইনাল গড়াবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ভারতের ম্যাচ কবে কবে?

নির্ধারিত সূচি বলছে, গতবারের চ্যাম্পিয়ন ভারত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে 7 ফেব্রুয়ারি। এদিন টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হবে আমেরিকা। এরপর সূর্যকুমারদের দ্বিতীয় ম্যাচ রয়েছে নামিবিয়ার বিরুদ্ধে 12 ফেব্রুয়ারি। এই ম্যাচ শেষ হলে 15 ফেব্রুয়ারি, পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারত পাক মহারণের পর 18 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

অবশ্যই পড়ুন: “ডাইনি মমতা, হারাবে এবার ক্ষমতা!” মুখ্যমন্ত্রীকে টার্গেট করে বিতর্কিত পোস্ট বিজেপি নেতার

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ঘোষিত দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কু সিং ৷

 

Leave a Comment