বিক্রম ব্যানার্জী, কলকাতা: এই মুহূর্তে ভারতের মাটিতে লাল বলের ক্রিকেটে আসর জমিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টটি (India Vs South Africa) জিতে ইতিমধ্যেই নিজেদের এগিয়ে রেখেছে প্রোটিয়ারা। এরই মাঝে আসন্ন 9 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। সবচেয়ে অবাক করা বিষয়, সেই দলে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স থেকে সদ্য বিতাড়িত পেসার এনরিখ নরকিয়া।
ভারতের বিরুদ্ধে খেলবেন KKR থেকে বিতাড়িত পেসার
শুক্রবার, সীমিত ওভারের সিরিজের দল ঘোষণা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই 20 ওভারের প্রোটিয়া দলে ভারতের বিপক্ষে একেবারে সগর্বে জায়গা পেয়েছেন কলকাতার নাইট রাইডার্স এর 6.5 কোটির প্রাক্তন পেসার নরকিয়া। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, চোট আঘাতের সমস্যা কাটিয়ে কিছু ম্যাচে সোনালী বেগুনি জার্সি গায়ে নিজের জাত চেনাতে গিয়েও ব্যর্থ হয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। যার কারণে শেষ পর্যন্ত নাইট শিবির থেকে বাদ পড়তে হল তাঁকে। তবে শাহরুখ খানের দলের রিটেনশন তালিকা থেকে বাদ পড়েও জাতীয় দলে ডাক পেয়ে গেলেন তিনি।
বলাই বাহুল্য, আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে মাঠ দখল করতে দেখা যাবে এই দক্ষিণ আফ্রিকান স্টারকে। তবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোন দলের হয়ে মাঠ কাঁপাবেন এই তারকা বোলার? সেই উত্তর আপাতত অধরা। তবে নতুন করে এই বিদেশিকে KKR যে ঘরে ফিরিয়ে নেবে না, সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: দেশের প্রথম দল হিসেবে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের…
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঘোষিত টি-টোয়েন্টি দল
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জরজি, ডোনোভ্যান ফেরেইরা, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, কেশব মহারাজ, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া এবং ট্রিস্টান স্টাবস।