বাদ দিয়েছ মুম্বই ইন্ডিয়ান্স, সেই ভারতীয় স্পিনারই এবার বিশ্বরেকর্ড গড়ে ক্ষমতা বোঝালেন

EX MI Blower World Record Vijay hajare trophy 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার থেকে শুরু হয়েছে তারকাখচিত বিজয় হাজারে টুর্নামেন্ট। প্রথম দিনই ব্যাট হাতে নিজ নিজ দলের হয়ে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ঘরোয়া ক্রিকেটে ফিরেই দাপট দেখিয়ে রোকো বুঝিয়েছেন নিজেদের আলাদা করে প্রমাণ করে দেখানোর কিছুই নেই। তারা এমনিতেই মহাতারকা। কতকাল রোহিত বিরাট ছাড়াও বৈভব সূর্যবংশী, বিহারের অধিনায়ক সাকিবুল গনি সহ একাধিক নামি-অনামি প্লেয়ার ইতিহাস গড়েছেন। আর সেই তালিকায় একেবারে প্রথম সারিতে নাম রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ পড়া বোলার ভিগনেশ পুথুরের। বছর 24 এর এই স্পিনার (EX MI Blower World Record) কেরালা বনাম ত্রিপুরার ম্যাচে এক লাফে বিশ্বরেকর্ড গড়েছেন।

MI থেকে বাদ পড়েই ক্রিকেটে বিশ্ব রেকর্ড পুথুরের

গতকাল, বিজয় হাজারের প্রথম দিন মুখোমুখি হয়েছিল কেরালা এবং ত্রিপুরা। এই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 348 রান তোলে কেরালা। পরবর্তীতে সেই রান তাড়া করতে নামে ত্রিপুরার ছেলেরা। তবে প্রতিপক্ষ কেরালার খতরনাক বোলিং ত্রিপুরার ব্যাটসম্যানদের একেবারে মাথা তুলেই দাঁড়াতে দেয়নি। তাতে শেষ পর্যন্ত 203 রানে অলআউট হয়ে পরাজয় স্বীকার করে নেয় ত্রিপুরা। আর এই ম্যাচেই ইতিহাস গড়েছেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ পড়া ক্রিকেটার।

না বললেই নয়, এদিন ত্রিপুরার দুর্গ ভাঙতে বল হাতে জ্বলে উঠেছিলেন কেরালার প্রায় সব বোলারই। তবে শেষ পর্যন্ত প্রাক্তন MI বোলারের হাতে আসে একটি উইকেট। মজার বিষয়, এদিন ব্যাট বা বল হাতে বিশ্বরেকর্ড গড়েননি ভিগনেশ। বুধবার ফিল্ডিং করতে গিয়েই ইতিহাস গড়ে ফেলেন তিনি। কীভাবে? এদিন কেরালার হয়ে মাঠে ফিল্ডিং করার সময় একাই 6টি ক্যাচ ধরেন পুথুর। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে এমন দ্বিতীয় কোনও প্লেয়ার নেই যিনি এক ম্যাচে একসাথে 6টি ক্যাচ ধরতে পেরেছেন। এক কথায়, সেই অসম্ভবকে সম্ভব করে বুধবারই বিশ্ব রেকর্ডের খাতায় নিজের নাম তোলেন পুথুর।

বলাই বাহুল্য, এখনও পর্যন্ত গোটা বিশ্বে এমন 21 জন ক্রিকেটার রয়েছেন যারা একটি ম্যাচে সর্বোচ্চ 5টি ক্যাচ ধরতে সক্ষম হয়েছেন। এবার তাদেরও টপকে গেলেন ভারতের মাত্র 24 বছর বয়সী ক্রিকেটার। যদিও গতকাল বল হাতে সে অর্থে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারেননি পুথুর। 6 ওভার বল করে 28 রানে মাত্র 1টি উইকেট তুলতে পেরেছেন তিনি। তবে বল হাতে খুব একটা বিশেষ অবদান না রাখতে পারলেও ক্যাচ ধরে দলকে জয়ের সিঁড়িতে তুলেছেন ভিগনেশ।

অবশ্যই পড়ুন: নবান্নের চেষ্টার পরেও আটকে পেনশন! রাজ্য সরকারের পুরনো নিয়মই হল কাল

উল্লেখ্য, গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল ভিগনেশের। গতবার রঘু শর্মার বিকল্প হিসেবে মুম্বই দলে মোট 5টি ম্যাচ খেলেছিলেন তিনি। সেই আসরে এই ভারতীয় তরুণের বোলিংয়ে 6টি উইকেট উপহার পেয়েছিল MI। তবে গত নভেম্বরে রিটেনশন তালিকা প্রকাশ করার পাশাপাশি এই খেলোয়াড়কে ছেড়ে দেয় MI। আর তাতেই নিলাম টেবিল থেকে 30 লাখে পুথুরকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। 2026 এ এই দলের হয়েই মাঠে নামবেন তিনি।

Leave a Comment