প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে রাজ্যে SIR সহ নানা ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক সংঘাত। একেবারে কাদা ছোড়াছুড়ি অবস্থা দুইদলের মধ্যে। শাসকদল তৃণমূল কংগ্রেস ক্রমাগত এই SIR প্রক্রিয়া বন্ধের দিকে জোর দিচ্ছে অন্যদিকে বিজেপি SIR যাতে চালু থাকে তাই নিয়ে বেশ সরব হয়েছে। এমতাবস্থায় SIR নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে, বাড়ছে মৃত ভোটারের সংখ্যা। এবার সেই মৃত ভোটারের নাম কাটা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ভাইরাল অডিও ফাঁস!
উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রথমদিন থেকেই একগুচ্ছ অভিযোগ তুলে CEO অফিসে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জন্ম শংসাপত্র এবং ডেথ সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শুভেন্দুর মারাত্মক অভিযোগ, মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবার সেই অভিযোগকে তুলে ধরে ফের এক চাঞ্চল্যকর অডিও ভাইরাল করলেন তিনি। যেখানে ফলতার-ই একজন BLO সেখানকার BDO ও ARO-দের বিরুদ্ধে মৃত ব্যক্তির নাম কাটা নিয়ে একাধিক তথ্য ফাঁস করেছেন। তাঁর অভিযোগ ফলতার সোমবার বিকেল ৩ টের পর সমস্ত BLO দের ফোন করে নির্দেশ দিয়েছেন যে ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না।
এসআইআর (SIR) এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন। তাই তার প্রশাসন কে দিয়ে মৃত ভোটারদের নাম যাতে কাটা না যায়, আর ভোটের সময় তার শান্তির বাহিনী কে দিয়ে ঐ ভোটগুলি যাতে ছাপ্পা মেরে জেতা যায় সেই পরিকল্পনা করছেন। কিন্তু সে গুড়ে বালি।
নিচের অডিওটি সকলে শুনুন, আর দলদাস… pic.twitter.com/RHDHtPwr5h
— Suvendu Adhikari (@SuvenduWB) December 2, 2025
তৃণমূলের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী পোস্ট করা ভাইরাল অডিওর মাধ্যমে জানা গিয়েছিল যে ফলতার BDO ও ARO নাকি নির্দেশ দিয়েছে যদি পরিবারের লোক মৃতদের এনুমারেশন ফর্মে ডিক্লিয়ারেশন দিয়ে স্বাক্ষর করে তবুও সেই ফর্ম যেন আপলোড না করা হয়। এমনকি BLO-দের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে যাতে পরে জচ্চুরী করা যায়। যা অত্যন্ত আইনবিরুদ্ধ কাজ। শুভেন্দুবাবুর অভিযোগ, তৃণমূল SIR প্রক্রিয়া পণ্ড করার জন্য এলাকার BDO, ARO-দেরকে ব্যবহার করে, গুন্ডা দিয়ে ধমকে চমকে মৃত ভোটারদেরকে ভোটার তালিকায় রেখে দেওয়ার একটা প্রচ্ছন্ন অপচেষ্টা করছে। আর সেই অডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা মাত্রই হইহই রব পড়ে গিয়েছে রাজনৈতিক শিবিরে। যদিও সেই অডিও নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি শাসকদল।
আরও পড়ুন: ১০০ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি অন্তঃসত্ত্বা সোনালি-সহ ছ’জনের! কবে ফিরবে এদেশে?
বিজেপি নেতার শুভেন্দু অধিকারী সকল সাধারণকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, “আমি সাধারণ মানুষ এবং BLO-দের বলব আপনারা ভয় পাবেন না। আইনের আওতায় থেকে আপনারা সকলে SIR -এর কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করুন। তৃণমূলের দলদাস BDO এবং ARO দের বলব আপনারা সাবধান হন, নচেৎ এর ফল আপনাদের ভুগতে হবে। বিজেপি গোটা বিষয়টার উপর নজর রাখছে, এবং আমরা কিন্তু ছেড়ে কথা বলব না।” তিনি আরও জানিয়েছেন, ভোটারদের সুবিধার্থে তাঁরা আরও সহায়তা কেন্দ্র খুলবে।