“বাদ পড়ার কারণ …!” জাতীয় দলে উপেক্ষিত শামিকে নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরোয়া ক্রিকেটে পাথর ভাঙছেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফি থেকে শুরু করে সৈয়দ মুস্তাক আলি ট্রফি, ভারতীয় তারকার বলের ঘাই উইকেটে টিকতে দেয়নি ব্যাটসম্যানদের। এহেন একজন অভিজ্ঞ বোলারকে নাকি দল থেকে দূরে সরিয়ে রেখেছেন নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, কোথাও জায়গা হয়নি শামির। কিন্তু কেন? ঠিক কোন যুক্তিতে শামিকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না? আপাতত এই প্রশ্নের উত্তর নেই নির্বাচন কমিটির কাছে। এবার তা নিয়েই শামির বাদ পড়ার বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা তৎকালীন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly On Mohammed Shami)।

শামির বাদ পড়া নিয়ে মুখ খুললেন সৌরভ

সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে বাংলার ত্রাতা হয়ে উঠেছিলেন ভারতীয় দলে একসময় নিয়মিত পেসার মহম্মদ শামি। টুর্নামেন্ট থেকে বাংলা দল ছিটকে গেলেও শামির অবদান স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটে। বাংলার হয়ে সাতটা ম্যাচে 17টি উইকেট তুলেছেন এই অভিজ্ঞ বোলার। সবচেয়ে বড় কথা, এমন কোনও ম্যাচ নেই যেখানে খালি হাতে ফিরতে হয়েছে শামিকে। তাও কেন ভারতীয় দলে উপেক্ষিত তিনি? এমন প্রশ্নের মুখে এবার কণ্ঠ চড়ালেন দাদা সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভকে বলতে শোনা যায়, “আমি এ ব্যাপারে নিশ্চিত যে নির্বাচকরা সবটাই দেখছেন। তবে এটা জানি না যে নির্বাচন কমিটি এবং শামির মধ্যে কোনও আলোচনা হয়েছে কিনা। আমাকে বলতে বললে আমি বলব ওর ফিটনেস এবং ফর্ম নিয়ে। ও কিন্তু এখন যথেষ্ট ফিট এবং ফর্মে রয়েছে কিনা সেটা সকলেই দেখতে পাচ্ছেন। টেস্ট, টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে থেকে ওকে বাদ দেওয়ার কোনও কারন আমি দেখতে পারছি না।” এক কথায়, মহারাজ সৌরভও শামির জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন সেটা বলাই যায়।

অবশ্যই পড়ুন: ৫ বছরে ১০ লক্ষ কর্মসংস্থান! এবার ভারতে ৩১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা Amazon-র

উল্লেখ্য, এর আগে শেষবারের মতো শামিকে নিয়ে মুখ খুলে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, শামি কতটা ফিট তা আমরা জানি না। ওর ফিটনেস সংক্রান্ত তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। তবে আগামী দিনে নিজেকে প্রমাণ করতে পারলে অবশ্যই জাতীয় দলে জায়গা পাবে। এর প্রত্যুত্তরে অবশ্য ভারতীয় তারকা বলেছিলেন, নির্বাচন কমিটি এবং বোর্ডকে ফিটনেস সংক্রান্ত আপডেট দেওয়াটা তাঁর কাজ নয়। জাতীয় দলে উপেক্ষিত হলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে যাবেন তিনি। শেষ পর্যন্ত শামি নিজের কথাতে অনড় থাকলেও ভারতীয় তারকা ফর্মে থাকা সত্ত্বেও পুরনো প্রতিশ্রুতিতে অবিচল থাকতে পারছে না নির্বাচন কমিটি!

Leave a Comment