বাদ বিশ্বজয়ী ক্রিকেটার! ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের আগে বড় বদল অস্ট্রেলিয়ায়

India Vs Australia 3rd one day big update regarding Australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ওয়ানডেতে ধবলধোলাইয়ের পর দ্বিতীয় ম্যাচেও ভারতের স্বপ্ন ভেঙেছে অস্ট্রেলিয়া। দুই ওয়ানডে জিতে আগামীকাল ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ (India Vs Australia) খেলতে নামছে অস্ট্রেলিয়া। আর তার আগেই বড় পদক্ষেপ নিল অজিদের ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, তৃতীয় ওয়ানডের দলে ডাক পাননি বিশ্বজয়ী মার্নাস লাবুশেন। শনিবার, ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দুই অনামিকে যোগ দিতে বলল ক্রিকেট অস্ট্রেলিয়া।

কেন বাদ লাবুশেন?

প্রথমত, শনিবারের ম্যাচ শুধুই নিয়ম রক্ষার, তাছাড়াও সিরিজ তালুবন্দি করার পর শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে যাবেন লাবুশেন। মূলত সে কারণেই তাঁকে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে রাখা হচ্ছে না। বেশ কয়েকটি সূত্র বলছে, অস্ট্রেলিয়ার জন্য আগামীকালের ম্যাচটা খুব একটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। তাই অনামিদের নিয়েই ভারতের বিপক্ষে জিততে চাইছে অজিরা।

দুই অনামিকে জাতীয় শিবিরে ডেকেছে অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে আগামীকালের ম্যাচের কথা মাথায় রেখে ম্যাট খেনামেন এবং জ্যক এডওয়ার্ডসকে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। না বললেই নয়, প্রথম ওয়ানডেতে খেলেছিলেন খেনামেন। তবে অ্যাডিলেডে অ্যাডাম জাম্পা ফেরায় একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল অনামি ক্রিকেটার খেনামেনকে। অন্যদিকে ভারতের বিপক্ষে চলতি সিরিজে প্রথমবারের মতো ডাক পেলেন জ্যাক। এখন দেখার এই দুজনের মধ্যে কাকে আগামীকালের ম্যাচে একাদশে জায়গা দেয় অস্ট্রেলিয়া।

অবশ্যই পড়ুন: ভাইফোঁটার রাতে বাজি ফাটানোর প্রতিবাদ! গড়িয়ায় দম্পতিকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি

উল্লেখ্য, ওয়ানডে সিরিজ হারের পর আগামী 29 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে সূর্যকুমার যাদবের ভারত। এরই মাঝে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি স্কোয়াডে তৃতীয় এবং চতুর্থ ম্যাচের আগে গ্লেন ম্যাক্সওয়েল এবং বেন ডরহুইসের প্রত্যাবর্তন হতে পারে। বলাবাহুল্য, কব্জির চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। অন্যদিকে মাসেলে চোট নিয়ে বাইরে ছিলেন ডরহুইস। শোনা যাচ্ছে, বিপদ পর্ব কাটিয়ে ভারতের বিরুদ্ধে দুজনেই ফিরছেন কুড়ি ওভারের সিরিজে।

Leave a Comment