বাদ রাসেল, ভেঙ্কটশ সহ একাধিক! কারা রইল দলে? রিটেনশন তালিকা দিল KKR

KKR IPL 2026 Retention List Andre Russell Venkatesh Iyer kicked out see the list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেমনটা জল্পনা ছিল, 15 নভেম্বর, রিটেনশনের দিন সেটাই করে দেখাল কলকাতা নাইট রাইডার্স (KKR IPL 2026 Retention List)। দীর্ঘ 11 বছরের অভ্যাসে ইতি টেনে ওয়েস্ট ইন্ডিজের স্টার অলরাউন্ডারকে ছেড়ে দিল শাহরুখ খানের দল। শুধু তাইই নয়, মিনি নিলামের আগে ক্যারিবিয়ান তারকার পাশাপাশি বড় ঝটকা খেলেন 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারও। তাঁকেও আর দলে রেখে মায়া বাড়াল না KKR। বাদ পড়লেন আরও একাধিক পরিচিত মুখ।

রাসেল, ভেঙ্কটেশের সাথেই বাদ পড়লেন আরও একাধিক তারকা

আশঙ্কাটা ছিল আগে থেকেই। সেই মতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আবহ শুরু হতেই ছন্দে ফিরতে পুরোপুরি কোমর বেঁধে নেমে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। প্রথমে প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারকে দলে নেওয়ার পর সহকারি কোচ হিসেবে শেন ওয়াটসনের অন্তর্ভুক্তি এবং সবশেষে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদিকে তড়িঘড়ি বোলিং কোচ হিসেবে নিয়োগ করেই আসন্ন সিজনের জন্য একপ্রকার অর্ধেক প্রস্তুতিই সেরে ফেলেছিল নাইট ম্যানেজমেন্ট। এবার একাধিক তারকাকে ছেঁটে ফেলে নতুন করে দল গোছানোর জন্য তৈরি KKR।

না বললেই নয়, আজ কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকা থেকে রাসেল এবং ভেঙ্কটেশের পাশাপাশি বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডি কক, প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মঈন আলি, আফগান স্টার রহমানউল্লাহ গুরবাজ, স্পেন্সর জনসন, এনরিখ নরকিয়া, লুভনিথ সিসোদিয়া এবং চেতন সাকারিয়া।

অবশ্যই পড়ুন: ঘুরতে এসে হলদিবাড়িতে বসবাস! SIR আতঙ্কে বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার যুবক

এই প্লেয়ারদের রিটেইন করাল KKR

তালিকা প্রকাশের আগেই অনেকেই ধরে নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে নতুন সিজনে খেলবেন সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীর মতো কিছু তারকা। শেষ পর্যন্ত সেটাই হল, IPL 2026 এর জন্য KKR সুনীল নারিন,

Leave a Comment