বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গত মরসুমে লজ্জা নিয়েই যাত্রা শেষ করেছে। কিন্তু IPL 2024 মরসুমে যে দল ট্রফি কাঁধে তুলল, মাত্র এক বছরের ব্যবধানে তাদেরই এমন করুণ অবস্থা হল কীভাবে? এমন একাধিক প্রশ্নের পাশাপাশি কলকাতার ব্যর্থতার নেপথ্যে বারংবার উঠে আসে অজিঙ্কা রাহানের খাপছাড়া অধিনায়কত্বের প্রসঙ্গ।
শাহরুখের দল গত সিজন থেকে ছিটকে যেতেই অনেকে বলেছিলেন, রাহানে আসলে দলের সাথে বোঝাপড়া করে উঠতে পারছেন না। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে বুঝে উঠতে পারছেন না তিনি। মূলত সেই কারণেই ভুল নেতৃত্বের জন্য একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে KKR। রাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নাইট ভক্তদের অনেকেই তাঁকে কলকাতা নাইট রাইডার্সের সেনাপতির আসন থেকে সরানোর দাবি জানিয়েছিলেন! সেক্ষেত্রে প্রশ্ন উঠে যায়, রাহানেকে ছেড়ে দেওয়া হলে কে হবেন কলকাতার বিকল্প অধিনায়ক?
KKR-এর বিকল্প অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে 3 তারকা
প্রায় সব নাইট ভক্তই জানেন, গত মরসুমে ব্যাট হাতে সে অর্থে জ্বলে উঠতে পারেননি অভিজ্ঞ রাহানে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 31 বলে 56 রানের ইনিংস দিয়ে IPL 2025 মরসুমের যাত্রা শুরু করেন তিনি। তবে পরবর্তীতে সাফল্যের তুলনায় ব্যর্থতাই বেশি দেখেছেন রাহানে। যদিও নাইটদের ব্যাটিং অর্ডারের যা অবস্থা ছিল তাতে, বাকিদের থেকে ব্যাট হাতে বেশি সফল হয়েছেন রাহানেই। তবে নেতৃত্বের নিরিখে বারংবার পিছিয়ে পড়েছেন তিনি। আর সেকারণেই এবার অজিঙ্কাকে বাদ দিয়ে নতুন অধিনায়ক ঠিক করার দাবি তুলছেন ভক্তরা।
অবশ্যই পড়ুন: আষাঢ়ে মহাদুর্যোগ! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া
সেই সূত্রে বলি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম সংস্করণ অর্থাৎ IPL 2026 সিজনের আগে যদি ব্যর্থতার কারণে রাহানেকে বাদ দেয় নাইট ম্যানেজমেন্ট, তবে সেক্ষেত্রে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন 3 KKR তারকা। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, রাহানে যদি শেষ পর্যন্ত খারাপ নেতৃত্বের কারণে বাদ পড়েন, সেক্ষেত্রে KKR-র পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে প্রথমেই নাম উঠে আসবে দীর্ঘদিনের সঙ্গী ভেঙ্কটেশ আইয়ারের।
ওই রিপোর্ট বলছে, গত মরসুমে অধিনায়ক হওয়ার বদলে সহ অধিনায়ক করা হয়েছিল তাঁকে। তাই শেষ পর্যন্ত রাহানেকে যদি ছেড়ে দেওয়া হয় তবে KKR এর ড্রাইভিং সিটে বসতে পারেন তিনি। তবে শুধু ভেঙ্কটেশ আইয়ার নন, জানা যাচ্ছে, কলকাতার অনবদ্য ফিনিশার রিঙ্কু সিং ও রহস্যময় বরুণ চক্রবর্তীকেও তাঁদের পারফরমেন্স ও বুদ্ধিদীপ্ততার জন্য বিকল্প অধিনায়ক হিসেবে ভাবতে পারে নাইট ম্যানেজমেন্ট। তবে সবটাই সম্ভব হবে রাহানেকে অধিনায়কের আসন থেকে সরানোর পরই।