বিক্রম ব্যানার্জী, কলকাতা: মিটল জল্পনা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচের দিনই আসন্ন টি-টোয়েন্টি সিরিজের (India Vs South Africa) দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘ চোট কাটিয়ে সেই দলেই জায়গা পেলেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, চোটের মাঝে দলে জায়গা পেলেও শুভমন গিলের খেলা নিয়ে রয়েছে সংশয়। এখানেই শেষ নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন KKR তারকা রিঙ্কু সিং। এসব নিয়েই সূর্য কুমার যাদবের নেতৃত্বে গৌতম গম্ভীর, অজিত আগরকরদের নির্বাচিত 15 সদস্যের দল ঘোষণা করল BCCI।
খেলতে পারবেন না শুভমন?
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের জন্য বুধবার যে দল ঘোষণা করা হয়েছে তাতে সূর্যকুমার যাদবকে অধিনায়ক এবং সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শুভমন গিলের নাম। তবে বোর্ডের ওই ঘোষিত দলে গিলের পাশেই লেখা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স থেকে ছাড়পত্র লাগবে। অর্থাৎ বোর্ডের মেডিকেল টিম শুভমনের শারীরিক অবস্থা বুঝে তাঁকে খেলার অনুমতি দিলে তবেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন ভারতীয় ক্রিকেটার।
দলে আর কী বদল?
প্রত্যাশা মতোই টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে সঞ্জু স্যামসনের। আপাতত যা খবর, শেষ পর্যন্ত যদি শুভমন চোট যন্ত্রণা কাটিয়ে মাঠে ফিরতে না পারেন সেক্ষেত্রে সঞ্জুর সাথেই ওপেনিং জুটি বাঁধতে হতে পারে অভিষেক শর্মাকে। তবে দুঃখের বিষয় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু। প্রধান নির্বাচক সহ বোর্ডের অন্যান্য কর্তাদের যা বক্তব্য তাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে KKR তারকার উপস্থিতির সম্ভাবনা কম।
এদিকে, ওয়ানডে দলে না রাখা হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে বরুণ চক্রবর্তী থেকে শুরু করে অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দররা 20 ওভারের ভারতীয় দলে রয়েছেন। সবচেয়ে বড় কথা, টি-টোয়েন্টি দল থেকে গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানাকে বাদ দেওয়ার দুঃসাহস দেখায়নি কেউ! তিনিও রয়েছেন টি টোয়েন্টি দলে।
অবশ্যই পড়ুন: ১৪০০% বেতন বেড়েছে KKR-র এই ক্রিকেটারের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ঘোষিত টি-টোয়েন্টি দল
সূর্যকুমার যাদব, শুভমন গিল (চিকিৎসকদের ছাড়পত্র লাগবে), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দর।