বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে জিততে জিততে হেরেছে ভারত। ক্রিকেটের নন্দনকাননে দাঁড়িয়ে 30 রানের নাটকীয় জয় তুলেছে টেম্বা বাভুমার দল। তাতে টিম ইন্ডিয়ান নামে জুড়েছে একাধিক লজ্জার নজির। অন্যদিকে দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ইডেনের বুকে নতুন নতুন নজির গড়ার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও লাফ দিয়েছে প্রোটিয়ারা। এমতাবস্থায়, ভারতের লক্ষ্য গুয়াহাটি টেস্টে (India Vs South Africa Test) প্রতিপক্ষের বিরুদ্ধে জয় নিশ্চিত করে সিরিজে সমতা ফেরানো। আর সেটা করতে টিম ইন্ডিয়ার একাদশে আসতে পারে বেশ কিছু বদল। বাদ পড়তে পারেন বড় তারকারা।
ওপেনিং জুটি
একাধিক সূত্র মারফত খবর, প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল ব্যর্থ হলেও শুরুতেই কামাল দেখিয়েছিলেন কে এল রাহুল। একার হাতে দাপিয়ে খেলেছিলেন তিনি। মনে করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় খুঁজতে ওপেনিং জুটিতে কোনও বদল আসবে না। অর্থাৎ রাহুল এবং যশস্বীর হতেই থাকবে টিম ইন্ডিয়ার শুভারম্ভের দায়িত্ব।
মিডিল অর্ডারে আসতে পারে বড় বদল
শেষবারের মতো ইডেন টেস্টে মাত্র 3 বল খেলেই ঘাড়ে চোট পান অধিনায়ক শুভমন গিল। যার কারণে চিকিৎসকদের পরামর্শে তড়িঘড়ি মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। পরবর্তীতে হাসপাতালের আইসিউ ঘুরে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর আপাতত কিছুটা স্থিতিশীল রয়েছে অধিনায়কের শারীরিক অবস্থা। তবে সূত্রের দাবি, ঘাড়ের যন্ত্রণা একেবারে নির্মূল হয়নি। কাজেই গিল যে দ্বিতীয় টেস্টে খেলবেন তার কোনও নিশ্চয়তা নেই। তাছাড়াও একাধিক রিপোর্ট অনুযায়ী, শুভমন সুস্থ থাকলেও তাঁকে দ্বিতীয় টেস্টে নামিয়ে ঝুঁকি নিতে চাইবে না বোর্ড। সে ক্ষেত্রে গুয়াহাটির একাদশে গিলকে দেখার আশা না করাই ভাল!
একাধিক সূত্র মারফত খবর, দ্বিতীয় টেস্টে গিলের বদলে তিন নম্বরে ব্যাট করতে পারেন সাই সুদর্শন। অন্যদিকে চতুর্থ নম্বরে দেবদূত পাদিক্কালের দেখা মিলতে পারে। মনে করা হচ্ছে অক্ষর প্যাটেলের বিকল্প হিসেবে নামানো হতে পারে তাকে। এছাড়া মিডিল অর্ডারে দায়িত্বে থাকবেন ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দররা। গিলের অনুপস্থিতিতে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে পন্থকেই।
বোলিং বিভাগে কারা?
লজ্জায় কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাগ্য ফেরাতে বর্ষপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে আক্রমণের ঝাঁজ বাড়াতে পারেন ভারতের তারকা বোলার কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। এছাড়া অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররা তো একাদশে থাকছেনই। বেশ কয়েকটি সূত্র এও দাবি করছে, দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে সবচেয়ে বেশি উইকেট নিতে দেখা যেতে পারে কুলদীপকে।
অবশ্যই পড়ুন: ‘SIR আতঙ্কে বাংলাদেশ ফিরতে সীমান্তে ভিড় বাংলাদেশিদের!’ ভিডিও শেয়ার করলেন সুকান্ত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাদিক্কাল, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।