বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু অপেক্ষার অবসান। অবশেষে এশিয়া কাপের 15 সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দিল BCCI। মঙ্গলবার, মুম্বই শহরের এক সাংবাদিক বৈঠকে আসন্ন এশিয়া কাপের জন্য শক্তপোক্ত দল বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইতিমধ্যেই সমস্ত জল্পনাকে সত্যি করে প্রত্যাশা অনুযায়ী, এশিয়া কাপে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সূর্য কুমার যাদব। তবে সবচেয়ে অবাক করা বিষয় এশিয়া কাপের দলে জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, জয়সওয়ালরা।
সহ অধিনায়ক হলেন শুভমন
এশিয়া কাপের ভারতীয় দলে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। বলা বাহুল্য, সূর্যকে অধিনায়ক ঘোষণা করে তাঁকে সহ অধিনায়কের আসনে বসিয়েছে বোর্ড। এছাড়াও সঞ্জু স্যামসনকে উইকেট রক্ষকের ভূমিকায় রাখা হয়েছে। একই পদে জায়গা পেয়েছেন জিতেশ শর্মাও।
একই সাথে, ভারতীয় দলের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেলদের হাতে। এছাড়াও স্কোয়াডে রয়েছেন তিলক বর্মা, টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মাও।
ভারতীয় দলের বোলিং বিভাগ
এশিয়া কাপের জন্য ভারতের 15 সদস্যের বোলিং স্কোয়াডে জায়গা হয়েছে জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানার। প্রত্যাশা মতোই, বাদ পড়েছেন মহম্মদ শামি। বলা বাহুল্য, অলরাউন্ডার হিসেবে আগেই অক্ষর প্যাটেলের কথা জানানো হয়েছে।
এক নজরে এশিয়া কাপে ভারতের ঘোষিত স্কোয়াড
সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতের শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।
অবশ্যই পড়ুন: গ্রাহকদের বিরাট ঝটকা! দুটি সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Jio
🚨 #TeamIndia‘s squad for the #AsiaCup 2025 🔽
Surya Kumar Yadav (C), Shubman Gill (VC), Abhishek Sharma, Tilak Varma, Hardik Pandya, Shivam Dube, Axar Patel, Jitesh Sharma (WK), Jasprit Bumrah, Arshdeep Singh, Varun Chakaravarthy, Kuldeep Yadav, Sanju Samson (WK), Harshit Rana,…
— BCCI (@BCCI) August 19, 2025
উল্লেখ্য, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টে আগামী 10 সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ রয়েছে। এরপর 14 তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার কথা টিম ইন্ডিয়ার।