বাদ ১০০৫ জনের নাম, বিশেষ অনুরোধে IPL 2026 মিনি নিলামে ফিরলেন KKR প্রাক্তনী

Ex KKR player return to IPL 2026 Auction players list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রিকেট ভক্তদের। তবে তার আগে আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে গড়াবে বহু অপেক্ষিত মিনি নিলাম (IPL 2026 Auction)। এ বছর নিলামের জন্য তালিকায় নাম লিখিয়েছিলেন দেশি-বিদেশি মিলিয়ে মোট 1400 জন ক্রিকেটার। 14 দেশ থেকে আসা ক্রিকেটাররা রয়েছেন এই তালিকায়। তবে এত জনকে তো আর নিলামে তোলা যায় না। তাই যোগ্যতা যাচাই করে কাটছাঁট করার মধ্যে দিয়ে 1005 জনের নাম বাদ দেওয়া হয়েছিল। এবার জানা যাচ্ছে, মিনি নিলামের প্লেয়ারদের তালিকায় ঢুকে পড়েছে আরও 35টি নতুন নাম। বিশেষ অনুরোধে নাকি নিলামে জায়গা দেয়া হয়েছে KKR থেকে বাদ পড়া এক বিদেশিকেও।

বিশেষ অনুরোধের কারণে নিলামে ফেরানো হল KKR প্রাক্তনীকে

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের চূড়ান্ত তালিকায় যেসব প্লেয়ারদের নাম ছিল না তাতে বিশেষ অনুরোধের ভিত্তিতে ঢুকে পড়েছেন আরও 35 জন। আর সেই তালিকায় নাম তুলেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার কুইন্টন ডিককও। বলাই বাহুল্য, সম্প্রতি ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে সেঞ্চুরি করেছিলেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

বেশ কয়েকটি সূত্রের দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ফ্রাঞ্চাইজি নাকি তাঁকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তারাই পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের নাম নিলাম তালিকায় ঢোকায়। যদিও আগে যেখানে এই প্রোটিয়া তারকার নিলামের ন্যূনতম মূল্য ছিল 2 কোটি, এখানে আসন্ন মিনি নিলামে এবার তার বেস প্রাইস 1 কোটি টাকা। সে ক্ষেত্রে বলাই, 1 কোটি টাকা কমলেও আসন্ন নিলামে নাম উঠবে দক্ষিণ আফ্রিকান তারকার। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেট বোর্ডের তালিকায় এই মুহূর্তে প্লেয়ারদের সংখ্যা 350।

অবশ্যই পড়ুন: বাদ গম্ভীরের প্রিয় পাত্র! আজ দক্ষিণ আফ্রিকাকে টাইট দিতে এই একাদশে ভরসা রাখতে পারে ভারত

উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে ভারতীয় সময় দুপুর আড়াইটা নাগাদ শুরু হবে মিনি নিলাম। সেখানেই প্রাথমিক পর্ব শেষ হলে অবিক্রিত প্লেয়ারদের তালিকা জমা দেবে দলগুলি। সেই মতোই গড়াবে পরবর্তী নিলাম। না বললেই নয়, 10 জন ক্রিকেটার ছেড়ে দিয়ে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে সবচেয়ে বেশি অর্থ অর্থাৎ 64.3 কোটি টাকা বাঁচিয়ে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

Leave a Comment