প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দীর্ঘ টানাপোড়েনের পর নতুন করে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পরীক্ষা SSC সুষ্ঠভাবে নিলেও গণ্ডগোল বাঁধল ইন্টারভিউ পর্ব নিয়ে। এদিকে ২০১৬ সালের চাকরিহারাদের সঙ্গে কেন নতুন প্রার্থীদের পরীক্ষা নেওয়া হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তার উপর সব মামলা কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করল শীর্ষ আদালত। আর এই দোলাচলের মধ্যেই এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?
অভিযোগ উঠেছে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে অযোগ্যদের। যার দরুন কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হলে বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ দিয়েছে যে অযোগ্যদের চিহ্নিত করে পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। শুধু তাই নয়, পূর্ণাঙ্গ তালিকায় ঠিকানা, পিতৃপরিচয় থাকতে হবে। অবশেষে আজ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আর তার আগেই এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, “আদালতের নির্দেশ মেনেই এসএসসি তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সেই অনুযায়ী এসএসসি কাজ করছে।”
বিরোধীদের কটাক্ষ করলেন ব্রাত্য
ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে এদিন ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কোনও ‘যোগ্য’ প্রার্থীকে যাতে চাকরিহারা না হতে হয়, তা দেখার আশ্বাস দিয়েছেন তিনি। পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্যপদ বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হবে। এদিন বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, “সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল যাতে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও সুবিধা নিতে না পারে, সেজন্য নিয়োগ বানচালের চেষ্টা বিরোধীরা চালিয়ে যাচ্ছে। তবে সেটা কোনোভাবেই সম্ভব নয়।”
আরও পড়ুন: টোটোর রেজিস্ট্রেশন নিয়ে স্বস্তির খবর শোনাল পরিবহন দফতর
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ নিয়ে যেখানে শত শত বিতর্ক খবরের শিরোনামে উঠে আসছে সেখানে দাঁড়িয়ে আজ বৃহস্পতিবার ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে সেই তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে। পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও বিচারপতি সিনহা এদিন তলব করেছে বলে জানা গিয়েছে।