বাবার পর হাসপাতালে ভর্তি হবু স্বামী পলাশ! নিমেষে স্মৃতির জীবনে নেমে এল বিষাদ

Smriti Mandhana Wedding Update after father her fiance admitted to hospital

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খারাপ সময়ের মধ্যে দিন কাটাচ্ছেন ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana Wedding Update)। রবিবার সব ঠিক থাকলে এতক্ষণে স্মৃতির নামের পাশে মিসেস তকমা বসে যেত। তবে তেমনটা হল না। গতকাল, বিবাহ অনুষ্ঠানের তোড়জোড়ের মাঝেই এক নিমেষে আনন্দ পরিণত হল বিষাদে। জানা যায়, মহারাষ্ট্রের সাঙ্গলিতে বিবাহের প্রস্তুতির মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যার জেরে স্থগিত হয়ে যায় ভারতীয় ক্রিকেটারের বিবাহ। এরই মাঝে হাজির হল নতুন বিপদ। বাবার পর স্মৃতির হবু স্বামী তথা দীর্ঘদিনের বন্ধু পলাশ মুচ্ছলকেও ভর্তি করা হল হাসপাতালে।

কী হয়েছে পলাশের?

পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে, রবিবার স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ। জানা গিয়েছে, অ্যাসিডিটি এবং ভাইরাল সংক্রমণের কারণে শরীরের অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মুচ্ছলকে। যদিও চিকিৎসক সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল থেকে বেরিয়ে পরবর্তীতে নিজের হোটেলে ফিরে গিয়েছিলেন পলাশ।

কেমন আছেন স্মৃতির বাবা?

গতকাল ভারতীয় ক্রিকেটারের বাবার অসুস্থতার কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় আনেন স্মৃতি মান্ধানার ম্যানেজার তুহিন মিশ্র। সমাজ মাধ্যমে তিনি বলেন, “সকালের দিকে খাওয়ার সময় আচমকা বুকে ব্যথা অনুভূত হয় স্মৃতি মান্ধানার বাবার। প্রথমদিকে আমরা ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। পরে যন্ত্রণা বাড়তেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা বলেছেন পর্যবেক্ষণ রাখতে হবে।”

পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে শ্রীনিবাস মান্ধানার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে স্মৃতিদের পারিবারিক চিকিৎসক ডক্টর নমন শাহ জানিয়েছেন, দুপুরের দিকে স্মৃতির বাবার বাঁদিকের বুকে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। পরে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা করে দেখা যায় তাঁর কার্ডিয়াক এনজাইমের মাত্রা কিছুটা বেড়েছে। তাই আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণই থাকবেন তিনি।

অবশ্যই পড়ুন: আনোয়ার ইস্যুতে স্বস্তি পেতে পারে মোহনবাগান, পদক্ষেপ নিচ্ছে ফিফা

উল্লেখ্য, বাবার অসুস্থতার মাঝে এই মুহূর্তে বিয়ের কথা ভাবছেন না মেয়ে স্মৃতি মান্ধানা। সূত্রের খবর, বাবা সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না বলেই ঠিক করেছেন ভারতীয় মহিলা ক্রিকেটার। মেয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবারও। এদিকে, শ্রীনিবাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে পলাশের পরিবারেও।

Leave a Comment