প্রীতি পোদ্দার, কলকাতা: অসমাপ্ত প্রেমের পরিণতি যে এতটা ভয়ংকর হতে পারে তা আরও একবার প্রমাণিত হল কৃষ্ণনগরের এই ঘটনায়। গতকাল অর্থাৎ সোমবার দিনে দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় হাড়হিম করা ঘটনা ঘটে। ভর দুপুরে বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রী ইশিতা মল্লিকের। ইতিমধ্যেই ঘটনায় পলাতক অভিযুক্ত ‘প্রেমিক’ দেবরাজ সিং। তদন্তে নেমেছে পুলিশ, আর তাতেই উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
কে এই দেবরাজ?
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দেবরাজ সিং আদপে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। তার বাবা NDRF-এর কর্মী আর তাই কাজের সূত্রে উত্তর ২৪ পরগনার বীজপুরে আসতে হয়েছিল। সেখানেই বিগত পাঁচ-ছয় বছর ধরে বীজপুরের কাঁপা-চাকলা পঞ্চায়েতের ধরমপুর কলোনিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে দেবরাজের পরিবার। পড়াশোনা সূত্রে দেবরাজ সিং ভর্তি হয় কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে। আর ওই একই স্কুলের পড়ুয়া ছিল কৃষ্ণনগর মানিকপাড়ার বাসিন্দা ঈশিতা মল্লিক। প্রথমে বন্ধুত্ব তারপরে ঘনিষ্ঠতা বেড়ে প্রেমের সম্পর্কে জড়ায় দু’জনে। গত বছর একসঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে তারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর তরুণী কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু বিগত একবছর ধরে ম্যানেজমেন্ট পড়ার টালবাহানায় কার্যত কিছুই করছিল না দেবরাজ।
রাগের বসেই গুলি করে খুন!
কৃষ্ণনগরের হত্যাকাণ্ডের এই ঘটনায় পুলিশ আরও জানিয়েছেন যে, ঈশিতা কলেজে ভর্তি হওয়ার পরেই নাকি দেবরাজের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। শেষে নাকি ঈশিতার তরফ থেকেই সম্পর্ক ভেঙে ফেলার প্রস্তাব আসে। এদিকে এই প্রস্তাব মেনে নিতে পারেনি ঈশিতা। বাড়তে থাকে বিবাদ, শেষে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে ডেনরাজের চোখে। এরপরই গতকাল অর্থাৎ সোমবার কৃষ্ণনগরে ঈশিতাদের বাড়িতে এসে হাজির হয় দেবরাজ। আর বাড়িতে ঢুকেই সরাসরি দোতলার ঘরে ঢুকেই সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই ছাত্রীকে গুলি করে ‘খুন’ করে। সেই সময় বাড়িতে ছিলেন মৃতার মা এবং ভাই। তারপরেই পালিয়ে যায়।
আরও পড়ুন: সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার! মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড বর্ধমানের ASI
ইতিমধ্যেই কৃষ্ণনগরের হত্যাকাণ্ডের ঘটনায় দেবরাজ সিং-এর খোঁজে নেমেছে পুলিশ। এদিকে বীজপুরের স্থানীয়রা আবার দেবরাজকে দেশরাজ নামেই জানেন। স্থানীয়রা জানিয়েছেন, ওই পরিবারের কেউ তেমনভাবে এলাকাবাসীর সঙ্গে মেলামেশা করে না। এমনকি বিগত কয়েকদিন ধরেই দেবরাজের পরিবারের দেখা নেই বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। প্রশ্ন উঠছে কীভাবে আগ্নেয়াস্ত্র পেল সে? অনেকেই আবার এই ঘটনায় ভিনরাজ্যের যোগ রয়েছে বলে মনে করছেন। তবে এখনো মেলেনি কোন বিস্তারিত তথ্য।