বাভুমার বডি শেমিং, ভয়ঙ্কর অভিযোগ বুমরাহর বিরুদ্ধে! কী বলেছেন জসপ্রীত?

India Vs South Africa Controversy Jasprit Bumrah Statement On Temba Bavuma

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেন টেস্টে কার্যত একার হতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। প্রথম আসরেই দুর্দান্ত বোলিং আক্রমণ দেখিয়ে একের পর এক উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে এসবের মাঝেও ম্যাচ (India Vs South Africa Controversy) চলাকালীন বিতর্কে জড়ালেন টিম ইন্ডিয়া প্রথম সারির জোরে বোলার। অভিযোগ, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে নোংরা মন্তব্য করেছেন বুমরাহ। ভারতীয় তারকার বিরুদ্ধে বডি শেমিংয়েরও অভিযোগ উঠছে।

বাভুমাকে অপমান করলেন বুমরাহ?

দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন তখন ক্রিজের এ প্রান্ত থেকে বল হাতে মাঠের ওপারে দাঁড়িয়ে থাকা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান তথা অধিনায়ক বাভুমার উদ্দেশ্যে বল ছুঁড়েই এলবি ডব্লিউয়ের আবেদন জানিয়েছিলেন জসপ্রীত। ঠিক এই সময়ে উইকেট রক্ষক ঋষভ পন্থের সাথে কথা বলাতে গিয়ে ভারতের তারকা পেসার দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে বামন বলে অভিহিত করেন। এক কথায়, প্রতিপক্ষ দলের ক্রিকেটারের উচ্চতা নিয়ে আলোচনা চলে পন্থ এবং বুমরাহর। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ভারতীয় পেসারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকান তারকাকে অপমানের অভিযোগ উঠছে!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে একেবারে স্পষ্ট দেখা যায়, বাভুমাকে বল করেই উইকেটের আবেদন জানান বুমরাহ। শেষ পর্যন্ত আম্পায়ার সেই ডাকে সাড়া না দেওয়ায় কিছুটা হতাশ হয়েই পন্থ সহ টিম ইন্ডিয়ার বাকিদের সাথে কথা বলছিলেন ভারতীয় পেসার। ঠিক সেই সময়েই বুমরাহ এবং পন্থের মুখে ওঠে বাভুমার দৈহিক উচ্চতার প্রসঙ্গ। তাঁকে বামন বা নাটা বলেও সম্মোধন করেন তাঁরা! তাতে যে বিতর্কের জল আরও কিছুদূর গড়াবে সে কথা বলাই যায়।

 

অবশ্যই পড়ুন: IPL-র আগেই বিরাট খবর! অধিনায়ক হয়ে গেলেন KKR স্টার বরুণ চক্রবর্তী

উল্লেখ্য, শুক্রবার বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার 2 উইকেট তুলে নেন জসপ্রীত। পরবর্তীতে বিরতি সেরে ফিরে আসার পরও একইভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল করতে থাকেন তিনি। তাতে আসে সাফল্যও। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, দ্বিতীয় সেশানে আরও একটি অর্থাৎ মোট 3টি উইকেট ওঠে ভারতীয় তারকার খাতায়।

Leave a Comment