বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বারবার মেসেজ করতেন তাঁকে! এমন মন্তব্য করেই এবার ঘোর বিপাকে অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এক ইন্টারভিউতে ভারতীয় তারকার বিরুদ্ধে বেফাঁস বলায় জল গড়িয়েছে মামলা পর্যন্ত। জানা যাচ্ছে, অভিনেত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ফৈজান আনসারি।
সূর্যর বিরুদ্ধে অভিযোগ করে বিপদে খুশি মুখোপাধ্যায়
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ইন্টারভিউ চলাকালীন আচমকা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে বিতর্কিত মন্তব্য করে বসেন খুশি মুখোপাধ্যায়। ভারতীয় মডেল দাবি করেছিলেন, সূর্য নাকি তাঁকে বারবার মেসেজ করতেন। যা তাঁর কাছে বেশ বিরক্তিকর ছিল! যদিও ওই ইন্টারভিউতেই অভিনেত্রী খোলসা করেছেন যে তাঁর এবং সূর্যকুমারের মধ্যে কোনও দিনও কোনও ব্যক্তিগত বা রোমান্টিক সম্পর্ক ছিল না।
আরও পড়ুনঃ KKR-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতেন মুস্তাফিজুর রহমান! কিন্তু তিনি যা করলেন…
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে এমন মন্তব্যের পরই অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছেন নেট পাড়ার মানুষজন। এদিকে ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আনসারি গাজীপুর পুলিশ স্টেশনে খুশির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ইনফ্লুয়েন্সারের বক্তব্য, খুশি মুখোপাধ্যায় যেসব অভিযোগ করেছেন সেগুলি সবই মনগড়া, ভিত্তিহীন এবং অযৌক্তিক। আর এই বক্তব্যের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। শুধুমাত্র শিরোনামে আসার জন্যই এমন অপপ্রচার করেছেন তিনি।
অবশ্যই পড়ুন: ISL-র আগেই বড় খবর! নতুন কোচ পাচ্ছে ইস্টবেঙ্গল
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনসারি এই মামলায় কঠোর আইনি পদক্ষেপের দাবি করেছেন। তাঁর খুব পরিষ্কার বক্তব্য, খুশির বিরুদ্ধে গুরুতর FIR দায়ের হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে দোষী হিসেবে কঠোর শাস্তি হওয়া উচিত তাঁর। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্পষ্ট করে দিয়েছেন, তিনি ওই অভিনেত্রীর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। খুশি মুখোপাধ্যায় যদি তাঁর দাবিগুলির প্রমাণ দিতে পারেন তবে সর্বসমক্ষে তিনি ক্ষমা চেয়ে নেবেন।