বারুইপুরে বিরাট ক্ষতি হয়ে গেল রেলের! বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

প্রীতি পোদ্দার, কলকাতা: বারুইপুরে রেলের সিগন্যালিং নিয়ে জোর বিতর্কে নেমেছে রাজ্য এবং রেল! আর এই আবহে বড়সড় আর্থিক ক্ষতির মুখে রেল। জানা গিয়েছে ১৬টি সিগন্যালিং তার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ৬২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে পূর্ব রেলের। এদিকে রেলের গুরুত্বপূর্ণ তার ছিঁড়ে যাওয়ায় গোটা সিগন্যালিং ব্যবস্থার উপরে বড়সড় প্রভাব পড়েছে। দিনভর ট্রেন পরিষেবা জটিলতা তৈরি হয়েছে। ক্ষোভ বেড়েছে যাত্রীদের মধ্যে।

রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ রেলের

পূর্ব রেলের তরফে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে যে, বিদ্যুৎ দফতর রেলের কোন অনুমতি না নিয়েই রেলের জমিতে মাইক্রোটানেলিং পদ্ধতিতে নিজেদের দফতরের কাজ করছে। এখনও পর্যন্ত চলছে সেই কাজ। যার দরুন ট্রেন চলাচল ব্যাপক সমস্যা তৈরি হয়েছে।

দাবি করা হয়েছে রাজ্যের এই গাফিলতির কারণে আজ অর্থাৎ শুক্রবারের ট্রেন চলাচলের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়তে পারে। অর্থাৎ দেরিতে ট্রেন চলাচল করতে পারে বলেই আশঙ্কা করছে রেল কর্তারা।

অভিযোগ মানতে নারাজ রাজ্য

যদিও রেলের এই সিগন্যাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ সম্পূর্ণ অগ্রাহ্য করল WBSEDCL। তাদের পাল্টা দাবি, মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করা হয়েছে। যাতে ভবিষ্যতে কোনও দুর্ঘটনা না ঘটে।

অন্যদিকে রাজ্য বিদ্যুৎ দফতর এও স্পষ্ট জানিয়েছে যে বারুইপুর ১৭ নং ওয়ার্ডে এই কাজ করা হয়েছে বারুইপুর পুরসভার অনুমতি নিয়েই। সেই কারণে তার জন্য যথাযথ রোড রেস্টোরেশন চার্জও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১২ দিন খড়গপুর ডিভিশনে বাতিল পুরী স্পেশাল সহ একাধিক ট্রেন, তালিকা দিল দক্ষিণপূর্ব রেল

৬২ লক্ষ টাকার ক্ষতি রেলের

এদিকে পূর্ব রেল জানাচ্ছে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রেল ব্যবস্থা। আচমকা এ ঘটনায় প্রচুর ট্রেন মাঝরাস্তাতেই থমকে যায়। প্রভাব পড়ে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর শাখাতেও। এই ঘটনার জেরে প্রায় ৩৭টি ট্রেন সমস্যার মধ্যে পড়েছে। রেলের দাবি এখনও পর্যন্ত প্রায় ৩৭টি ট্রেন সম্পূর্ণ দেরিতে চলেছে।

সেক্ষেত্রে তাদের ৬২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই এই রিপোর্ট বিদ্যুৎ দফতরকে জানিয়ে দিয়েছে রেল। এখন দেখার পালা শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে দাঁড়ায়।

Leave a Comment