বালুচিস্তানে সভায় আত্মঘাতী বিস্ফোরণ! পাকিস্তানে জোড়া হামলায় প্রাণ হারাল ২৬ জন

14 Killed in Balochistan due to bombing at political rally

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের রক্ত ঝরল পাকিস্তানের বালুচিস্তানে। মঙ্গলবার সেনা শিবিরের হামলাতেই থেমে রইল না উত্তাপ। রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটার এক রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে 14 জনের (14 Killed In Balochistan)। পাশাপাশি বিস্ফোরণের কবলে পড়ে আহত হয়েছেন কমপক্ষে 35 জন পাকিস্তানি। ইতিমধ্যেই তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে ঘটল বিস্ফোরণ?

বালুচিস্তান ন্যাশনাল পার্টির নেতা ওরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লা মেঙ্গালের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছিল কোয়েটার এক স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানেই অংশ নিতে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছিলেন দলীয় কর্মী, সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। উপস্থিত ছিলেন আতাউল্লাহর পুত্রও। জানা যায়, এদিন নির্ধারিত সময়ে সভা শেষের পর স্টেডিয়ামের পার্কিং লটে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় 14 জনের।

একই দিনে সেনা শিবিরে ভয়াবহ হামলা

মঙ্গলবার রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণের ঘটনার আগে সকালের দিকে আরেকটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে উত্তর-পশ্চিম কাশ্মীরের বান্নু এলাকায়। জানা যায়, একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সোজা গিয়ে পাকিস্তানের সেনা শিবিরের দেওয়ালে ধাক্কা মারে। আর এর পরই বিস্ফোরণের আঘাতে দাউদাউ করে জ্বলতে থাকে সেনা ছাউনি। শুধু তাই নয়, গাড়ি দিয়ে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি সেনা শিবিরের ভিতরে ঢুকেও হামলা চালায় দুষ্কৃতীরা। গতকালের এই ঘটনায় প্রাণ গিয়েছে 12 জনের। যদিও সেনাদের সাথে গুলির লড়াইয়ে 6 জন জঙ্গি নিহত হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।

অবশ্যই পড়ুন: ‘আমি না, মোহনবাগান আমাকে বেছেছে!’ কোন পজিশনে খেলবেন? জানালেন রবসন

জোড়া হামলার নেপথ্যেও কি বালুচিস্তান লিবারেশন আর্মি?

পাকিস্তানের মানচিত্র থেকে সরে গিয়ে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার দাবি জানিয়ে এসেছিলেন বালুচরা। সেই লক্ষ্যে বহুবার বালুচিস্তান জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর উপর ঝাঁঝালো হামলা চালিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। সরকারি সূত্রে যা খবর, গত জানুয়ারি থেকে বালুচদের সাথে সেনা কর্মীদের গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত 450 জনের মৃত্যু হয়েছে। কাজেই এমন আবহে, স্বাভাবিকভাবেই মঙ্গলবারের জোড়া বিস্ফোরণের ঘটনায় আঙুল উঠছে BLA-র দিকেই। যদিও এখনও পর্যন্ত গতকালের হামলার ঘটনার দায় স্বীকার করেনি কোনও সশস্ত্র সংগঠন।

Leave a Comment