বাসিন্দাদের মাথাপিছু আয় ১১.৪৬ লাখ! এটিই ভারতের সবচেয়ে ধনী জেলা

India Richest District Know about per capita income

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি? এমন প্রশ্ন শুনলে, প্রথমেই মাথায় আসে জীবনযাপন, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য পরিষেবার দিক থেকে এগিয়ে থাকা মুম্বইয়ের নাম। আদতে সেটিই এদেশের সবচেয়ে ধনী শহর। তবে যদি প্রশ্নটা হয়, ভারতের সবচেয়ে ধনী জেলা কোনটি? সেক্ষেত্রেও হয় মুম্বই অথবা রাজধানী দিল্লির কোনও জেলার নাম মাথায় আসবে (India Richest District)! আন্তর্জাতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দিল্লি, মুম্বই বা কলকাতা নয়, দেশের সবচেয়ে ধনী জেলা রয়েছে দক্ষিণ ভারতে।

ভারতের সবচেয়ে ধনী জেলা এটিই

কোনও এলাকা বা অঞ্চল কতটা ধনী তা নির্ভর করে ওই অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন যাপনের মান, থাকা খাওয়ার ব্যবস্থা, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মানের উপর। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে প্রথমেই মাথায় আসে দেশের বড় শহর দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ের নাম। তবে এই চার শহরের কোনও জেলাই ভারতের সবচেয়ে ধনী জেলার তকমা পায়নি। আসলে, 2024-25 বাজেটের আগে প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষার তথ্যে দেশের সম্পদ মানচিত্র অনেকটাই বদলেছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কিছু জেলা। যারা মূলত জীবনযাত্রার মান, জিডিপি, মাথাপিছু আয় সহ অন্যান্য পরিষেবার দিক থেকে অনেক এগিয়ে।

আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী জেলা তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি। দক্ষিণ ভারতের এই জেলাটি ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি বড় প্রমাণ। এই জেলার বাসিন্দারা মাথাপিছু আয়ের নিরিখে দেশের অন্যান্য সমস্ত জেলার মানুষদের ছাপিয়ে গিয়েছে। বলাই বাহুল্য, তেলেঙ্গানার এই জেলায় বসবাসকারী মানুষের মাথাপিছু আয় 11.46 লক্ষ টাকা (বার্ষিক)। সহজে বলতে গেলে, রাঙ্গারেড্ডির স্থায়ী বাসিন্দারা প্রতি মাসে গড়ে প্রায় 1 লক্ষ টাকা রোজগার করেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির আর্থিক সমৃদ্ধির প্রধান কারণ এই জেলার শক্তিশালী শিল্প কাঠামো।

না বললেই নয়, দক্ষিণের এই জেলায় রয়েছে দেশের বৃহত্তম এবং বিখ্যাত টেক পার্কগুলির মধ্যে বেশ কয়েকটি। এছাড়াও বিভিন্ন বায়োটেক এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির কেন্দ্র রয়েছে এখানে। এছাড়াও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে মোড়া এই জেলায় কর্মসংস্থানের অভাব হয় না। যার কারণে এখানকার একেবারে কম বেতনের কর্মীরাও মাসে প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা হেসে খেলে রোজগার করেন।

অবশ্যই পড়ুন: প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে দায়ের হল মামলা! অনুত্তীর্ণরা বসতে পারবেন পরীক্ষায়? বড় খবর

উল্লেখ্য, এই মুহূর্তে বাসিন্দাদের মাথাপিছু আয় সহ শক্তিশালী জিডিপির কারণে ভারতের সবচেয়ে ধনী জেলার তালিকায় শীর্ষস্থানে রাঙ্গারেড্ডির নাম থাকলেও বার্ষিক 9 লাখের মাথাপিছু আয় নিয়ে দেশের সবচেয়ে ধনী জেলাগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানার গুরুগ্রাম। মূলত সে কারণেই এই জেলাটিকে স্বপ্ন পূরণের কেন্দ্রস্থল হিসেবে দেখেন দেশের বহু যুবক-যুবতী।

Leave a Comment