প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা পক্ষের বিরুদ্ধে এবার ঘেরাও কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কান্ড দুর্গাপুর (Durgapur) থানা চত্বরে। বাসে হিন্দিতে ‘জয় শ্রীরাম’ লেখা ঢেকে দেওয়া নিয়ে অশান্তিতে উত্তাল বিক্ষোভকারীরা। পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে তাঁরা। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। বসে পড়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের। ঘটনাস্থলে আহত হয়েছেন অনেকেই।
ঘটনাটি কী?
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয়েছিল গত মঙ্গলবার, ২৬ আগস্ট, দুর্গাপুরের বি-জোন রুটের একটি মিনিবাসে হিন্দি ভাষায় জয় শ্রী রাম লেখা নিয়ে অশান্তিতে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর। বেনাচিতি বাজারে সেই মিনি বাস দাঁড় করিয়ে দিয়ে সেই লেখা সাদা কাগজ দিয়ে সম্পূর্ণ ঢেকে দেয় বাংলা পক্ষর সদস্যরা। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বাংলা পক্ষের দাবি ছিল “বাংলার বুকে আগে বাংলায়, তারপর অন্য ভাষা।” এমতাবস্থায় বাংলার অন্দরে হিন্দি ভাষা নিয়ে তৈরি হল এক চাঞ্চল্যকর পরিস্থিতি। আর তারই প্রতিবাদে এবার রাস্তায় নামে বিজেপি। প্রত্যেক বাসে গেরুয়া পতাকা লাগিয়ে শুরু হয় বিক্ষোভ।
গ্রেফতারের দাবি জানায় বিরোধীরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, বাংলা পক্ষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। ঘেরাও করা হয় গোটা থানা। আর সেই বিক্ষোভ চলাকালীন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন সেই বিক্ষোভে। থানার সামনে বসে বিক্ষোভে সামিল হয় আন্দোলনকারীরা। দাবী তোলেন বাংলা পক্ষর সদস্যদের গ্রেফতারের। লিখিত অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায়। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই আন্দোলন।
কী বলছেন আসানসোল জেলা সভাপতি?
বাংলা পক্ষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হিন্দু পরিষদের তরফ থেকে বিক্ষোভ দেখানোকে সমর্থন জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের আসানসোল জেলা সভাপতি মণীশ কুমার শর্মা। তিনি বলেন, “বাংলা পক্ষ মিনি বাসে লেখা ‘জয় শ্রীরাম’ লেখার উপর কাগজ লাগিয়ে দিয়েছে। বাংলা পক্ষ সনাতনী ধর্মকে আঘাত করেছে। তাই আমরা দোষীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পুলিশ এফআইআর না নিলে আদালতে যাব।”
আরও পড়ুন: বিজেপির গুঁতোয় ধরাশায়ী তৃণমূল! ভগবানপুর সমবায় নির্বাচনে ‘৯ এ ৯’ গেরুয়া শিবির
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলা পক্ষর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয়ে যেভাবে দুর্গাপুর থানা ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা সেটা ভালো চোখে দেখেনি তৃণমূল নেতৃত্ব। প্রতিবাদস্বরূপ তাঁরা ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরেছে। তবে গোটা দাবীকেই উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, বাংলা পক্ষ আসলে তৃণমূলের বি-টিম হিসেবে কাজ করছে। এমনকি তাদের বিরুদ্ধে ভাষা ছেড়ে ধর্মীয় রাজনীতি করার অভিযোগও তোলে গেরুয়া শিবির।