বিএলও-কে খুনের হুমকি, নবান্নর নয়া নির্দেশ! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৩ নভেম্বর)

India

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ নভেম্বর, রবিবার। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিএলও-কে খুনের হুমকি, স্ত্রীকে কোপ স্বামীর, বিমানের টিকিটের নিয়ম, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) এসএসসিতে ভুল তথ্য জমা ৩০০-র বশি চাকরিপ্রার্থীর (SSC)

এসএসসি নথি যাচাইপর্বে মাত্র চারদিনে ৩০০ এর বেশি প্রার্থীর ভুল তথ্য ধরা পড়েছে। শিক্ষাগত যোগ্যতা, সংরক্ষণ ক্যাটাগরি আর নম্বর গড়মিলের পাশাপাশি শিক্ষাগত অভিজ্ঞতার বিষয়ে সবথেকে বেশি জালিয়াতি রয়েছে। বহু প্রার্থীর নথিতে জাল প্রধান শিক্ষকের স্বাক্ষরও দেখা গিয়েছে। এ বিষয়ে এসএসসি-র চেয়ারম্যান জানিয়েছেন, ভুল তথ্য দিয়ে প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হয়ে যাবে। কলকাতা হাইকোর্ট দাগী প্রার্থীদের নিয়োগে অংশগ্রহণ নিষিদ্ধ করে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) সন্দেশখালিতে বিএলও-কে খুনের হুমকি (BLO)

সন্দেশখালিতে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ করতে গিয়ে বিএলও দীপক মাহাতোকে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা। এমনকি তিনি বাড়িঘর ভেঙ্গে দেওয়ার হুমকিও দিয়েছে। মৃত ভোটারদের নাম কেটে দেওয়াতে ক্ষুব্ধ হয়ে এই হুমকি বলে অভিযোগ। ঘটনার একটি অডিও ভাইরাল হয়েছে, যদিও সেটির সত্যতা যাচাই করা হয়নি। আতঙ্কিত বিএলও থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ব্লু লাইন মেট্রো পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তি (Kolkata Metro)

কলকাতা মেট্রোর ব্লু লাইনে বড় আপগ্রেডের ফলে স্টেশন এবং টানেলগুলি এবার আরও ঠান্ডা থাকবে। দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম করিডোরে সাতটি নতুন ট্রাকশন ও সাবস্টেশন বসানো হচ্ছে। আর পুরনো ভেন্টিলেশন সিস্টেম বদলে আধুনিক টানেল ভেন্টিলেশন সিস্টেম এবং শক্তিশালী অ্যাক্সিয়াল ফ্যান লাগানো হবে বলে খবর, যা আগুন এবং ধোঁয়াকে স্বয়ংক্রিয়ভাবেই আটকাবে। ট্রেনে সম্পূর্ণ এসি ব্যবহারের ফলে এখন স্টেশন এবং টানেল ঠান্ডা রাখার উন্নত ব্যবস্থাও তৈরি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বাংলার বাড়ি ও পথশ্রী নিয়ে বড় নির্দেশ নবান্নের

নবান্ন নির্দেশ দিয়েছে যে, বাংলার বাড়ি এবং পথশ্রী প্রকল্প সহ সমস্ত উন্নয়নমূলক কাজ ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যেই শেষ করতে হবে। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠকে চলমান প্রকল্পের অগ্রগতি দ্রুত করার জন্য এবং এসআইআর-এর কাজ সঠিকভাবে সম্পন্ন করার উপরে জোর দিয়েছে। নির্বাচন সংক্রান্ত দায়িত্ব বাড়ার কারণে কাজের গতি ধরে রাখার তাগিদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজও সময় মতো শেষ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) রবিবার হলে বন্ধ বিদ্যাসাগর সেতু

বিদ্যাসাগর সেতুর কেবল প্রতিস্থাপন এবং রক্ষণাবেক্ষণ চলার কারণে গত এক বছরের বেশি সময় ধরে প্রতি রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। এতে দিনের পর দিন নিত্যযাত্রীদের অসন্তোষ বাড়ছে। কারণ, অনেকের কাজ এবং ব্যক্তিগত জরুরি প্রয়োজনে বাধা সৃষ্টি হচ্ছে। প্রথমে ছয় মাসে কাজ শেষ করার কথা বলা হলেও কাজের অত্যন্ত গতি ধরে রাখতে প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সেতু বন্ধ রাখা হবে। আজও সেতু বন্ধ থাকায় হাওড়া-কলকাতা রুটে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পরকীয়ায় মত্ত স্ত্রীকে মাঝরাস্তায় ধারালো অস্ত্রের কোপ স্বামীর

পশ্চিম বর্ধমানের অন্ডালের হরিপুর বাজারে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী পিন্টু গোপা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। গুরুতর আহত অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে প্রিন্টুকে গ্রেফতার করেছে। আট বছরের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তন রয়েছে। মহিলার পরিবার দাবি করছে, পরকীয়া নয়, বরং স্বামী তার চাকরি করতে দিত না এবং নেশায় টাকা নষ্ট করত। তাই অশান্তি চলত। শনিবার কাজে বেরোতেই স্বামী পিছনে গিয়ে তার উপর হামলা চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ছয় মাসে ৯০ লক্ষ ভক্তের সমাগম দিঘার জগন্নাথ মন্দিরে

দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের ৬ মাসের মধ্যে ৯০ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। আর দৈনিক গড়ে ৫০ হাজার ভক্ত এসেছে বলে খবর। অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরটি উদ্বোধন করেছিলেন। ভক্তদের ভিড়ে মন্দির দ্রুত জনপ্রিয় তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। এমনকি দৈনিক এখান থেকে প্রায় ৪ লক্ষ টাকা আয় হচ্ছে হুন্ডি, অনুদান উপহার এবং প্রসাদ বিক্রি মিলিয়ে। এমনকি এখানে মোট ১৭০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর ভবিষ্যতে আরও বাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) শেষ মুহূর্তে ৮০% রিটার্ন, বিমানের টিকিটে নয়া নিয়ম

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর এবার নতুন নিয়ম জারি করেছে। সেখানে জানানো হয়েছে, জরুরি চিকিৎসার কারণে ফ্লাইট টিকিট বাতিল হলে যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। এমনকি এজেন্টের মাধ্যমে কেনা টিকিটের যাত্রীরাও ডোমেস্টিক ফ্লাইটে পাঁচ দিন আগে এবং আন্তর্জাতিক ফ্লাইটে ১৫ দিন আগে ৪৮ ঘণ্টার মধ্যেই ফ্রি টিকিট পরিবর্তন করতে পারবে। এমনকি হুইল চেয়ারের সুবিধার নিয়ম বদলেছে। নতুন মডেলে অতিরিক্ত চার্জ ছাড়া টিকিট বাতিল করলে ৮০% টাকা ফেরত পাওয়া যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) এবার বছরে দু’বার পরীক্ষা, বদলে গেল সিবিএসই বোর্ডের নিয়ম (CBSE Board)

সিবিএসই বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা এবার বছরে দু’বার হবে। প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং কমপক্ষে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। নাহলে আর দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না। দ্বিতীয় পরীক্ষা হবে উন্নতির পরীক্ষা। সেখানে তিনটি বিষয়ে অংশ নেওয়া হবে এবং উভয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর মার্কশিটে ধরা হবে বলে জানা যাচ্ছে। স্বচ্ছতা বাড়াতে ডিজিটাল মূল্যায়ন এবং বার কোডও চালু করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) রাজ্যকে ১০২১ কোটি টাকা দিল কেন্দ্র

কেন্দ্র সরকার পঞ্চদশ অর্থ কমিশনে আটকে থাকা ১০২১ কোটি টাকা রাজ্যকে ছেড়েছে। আগে বিভিন্ন রিপোর্টে না জমা পড়ায় কেন্দ্র টাকা আটকে রেখেছিল। রাজ্যের পক্ষ থেকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর এই তহবিল মুক্তি পেয়েছে। উল্লেখ্য, এর আগে মাত্র ৬৮০ কোটি টাকা দেওয়া হয়েছিল। আর নতুন ছাড়া হওয়া টাকা গ্রামীণ পানীয় জল নিকাশি ব্যবস্থা সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হবে। আগামী এপ্রিল মাস থেকে ষষ্ঠ অর্থ কমিশন চালু হওয়ার আগেই এই তহবিল ছাড়ল কেন্দ্র। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন 

Leave a Comment