বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ডে সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে মাঠে নামার আগেই মোহনবাগান শিবিরে যোগ দিলেন অ্যালবার্তো রদ্রিগেজ। শনিবার শহরে পা রেখেই, সবুজ মেরুনের হয়ে পুরোদমে অনুশীলন শুরু করে দিলেন তিনি।
উল্লেখ্য, রদ্রিগেজ বাগানের হয়ে অনুশীলন শুরুর আগেই গত শুক্রবার সবুজ মেরুনে যোগ দিয়েছিলেন টম অলড্রেডও। সব মিলিয়ে, বিএসএফের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের আগেই রক্ষণভাগের দুই অন্যতম প্রধান কর্তা ঘরে ফেরায় আত্মবিশ্বাস জেঁকে বসেছে বাগান শিবিরে।
কবে শহরে আসবেন বাগান কোচ মোলিনা?
আগামী সোমবার ডুরান্ড কাপে, বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে মাঠে নামবে সবুজ মেরুন দল। এদিকে এখনও শহরে এসে পৌঁছতে পারেননি কোচ মোলিনা। যার জেরে মহামেডানের বিরুদ্ধে গত ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডকে ভরসা দিয়েছিলেন সহকারী কোচ বাস্তব রায়।
তবে, সোমবার বিএসএফের ম্যাচের আগে প্রশ্ন উঠছে কবে শহরে পা রাখবেন মোলিনা? বেশ কয়েকটি সূত্র মারফত খবর, শীঘ্রই মোহনবাগান শিবিরে যোগ দেবেন হেডস্যার হোসে মোলিনা। মনে করা হচ্ছে, আগামীকাল অর্থাৎ সোমবারের ম্যাচের আগেই বাগান শিবিরে দেখতে পাওয়া যাবে তাঁকে।
মাঠে ফিরেছেন মনবীর
চোটের কারণে আপাতত ডুরান্ডে খেলতে পারছেন না শুভাশিস রায়। যদিও শনিবার রিহ্যাব করিয়েছেন তিনি। তবে শুভাশিসকে নিয়ে এখনই কোনও সুখবর না থাকলেও, দীর্ঘ চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মোহনবাগানের ঘায়েল হওয়া বাঘ মনবীর সিং। ওয়াকিবহাল মহলের মতে, আগামীকাল বিএসএফের বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যেতে পারে।
অবশ্যই পড়ুন: ৭৫-এর ডার্বিতে মোহনবাগানকে ৫ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল, এবার তা নিয়েই তৈরি হবে সিনেমা?
উল্লেখ্য, এর আগের ম্যাচে ডায়মন্ড হারবার এফসির কাছে পরপর 8 গোল খেয়েছে মোহনবাগানের আসন্ন প্রতিপক্ষ বিএসএফ। কাজেই সীমান্ত রক্ষী বাহিনীর এই দলকে নিয়ে বিশেষ চাপ নেওয়ার প্রয়োজন নেই মোহনবাগানের, এমনটাই মনে করছেন সমর্থকদের একাংশ। যদিও বিরোধী পক্ষকে একেবারেই হালকা ভাবে নিতে রাজি নন কোচ মোলিনা।