‘বিকৃত নয়, উনি রাতে মেয়েদের বেরোতে না করেছিলেন!’ ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, দুর্গাপুর: ফের মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে গর্জে উঠেছে রাজ্যবাসী। এমতাবস্থায় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর মন্তব্য ভাইরাল হতেই বিরোধীদের ক্ষোভের মুখে পড়েছে প্রশাসন। আর এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনিক ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে এক্স হ্যান্ডেলে করলেন এক চাঞ্চল্যকর পোস্ট।

মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা শুভেন্দুর

গতকাল অর্থাৎ রবিরার রাতে বঙ্গ বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও পোস্ট করেন। আর সেই ভিডিওর ভিত্তিতে কিছু মন্তব্য প্রেরণ করেন। যেখানে মুখ্যমন্ত্রীর ‘মেয়েদের রাতে বাইরে যাওয়া উচিত নয়’ এই মন্তব্যকে ‘মধ্যযুগীয় মানসিকতার পরিচায়ক’ বলে উল্লেখ করেন তিনি। এমনকি সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে দুর্গাপুর কাণ্ডে তার মন্তব্যকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, এবার সেই নিয়েও মতামত দেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানিয়ে দেন এই মন্তব্য কোনওভাবে বিকৃত করা হয়নি। এই মন্তব্য আসলে নারী নিরাপত্তা বিষয়ে সরকারের চরম ব্যর্থতা আড়াল করার কৌশল।

প্রশাসনিক ব্যর্থতা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, “পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনাকে ঢাকতে এখন ভিকটিম শেমিং-ই রাজ্য সরকারের নীতি হয়ে উঠেছে। রাজ্যে আইনশৃঙ্খলা প্রায় নেই। মহিলাদের ওপর নারকীয় অত্যাচারের জন্য তাঁদেরকেই দায়ী করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ও মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে একের পর এক যৌন হেনস্তার ঘটনা প্রমাণ করছে প্রশাসনের ব্যর্থতা। উদাহরণ হিসেবে রয়েছে আর জি কর মেডিকেল কলেজ, কসবা ল কলেজ, পাঁশকুড়া হাসপাতাল এবং সাম্প্রতিক দুর্গাপুর মেডিক্যাল কলেজ। এভাবে চলতে থাকলে একদিন হয়তো মুখ্যমন্ত্রী বলবেন, মেয়েদের দিনের বেলাতেও বাইরে বেরনো উচিত নয়, তারা পড়াশোনা বা চাকরিও করবে না।” শুধু শুভেন্দু নয় এর পাশাপাশি প্রশাসনের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেছে সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে মা লক্ষ্মী, দুর্গার সাথে তুলনা করা যায়!’ মমতাকে দেবীর আসনে বসালেন কুণাল

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের দুর্গাপুর শিল্পাঞ্চলে ‘গণধর্ষিতা’ হয়েছেন যে ডাক্তারি পড়ুয়া, তিনি আদতে ওড়িশার বাসিন্দা। সেই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শনিবার সন্ধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীর সচিবালয় সমাজমাধ্যমে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানায়। এদিকে ওই নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চান, কারণ দুর্গাপুরে আর নিরাপত্তা নেই বলে মনে করছেন। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের তরফে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment