বিক্রি হবে রতন টাটার সেশেলসের সমুদ্রতট সংলগ্ন ভিলা! খদ্দের কে?

ratan tata’s villa seychelles

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রয়াত শিল্পপতি রতন টাটার সেশেলসের মহে দ্বীপে অবস্থিত সমুদ্রতট সংলগ্ন ভিলাটি (Ratan Tata’s Villa Seychelles) বিক্রির জন্য বাজারে উঠল। জানা গিয়েছে, তাঁর মৃত্যুর পর উইল অনুযায়ী এই সম্পত্তির মালিকানা গিয়েছিল তাঁর সিঙ্গাপুর নিবন্ধিত ইনভেস্টমেন্ট ফান্ড আরএনটি অ্যাসোসিয়েটের কাছে। এদিকে ভারতীয় স্টার্ট আপে বিনিয়োগের জন্য পরিচিত এই ফান্ডের আওতায় থাকা ভিলাটির দাম ধরা হয়েছিল ৮৫ লক্ষ টাকা। এমনটাই দাবি করছে টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট।

টাটার ভিলা কিনতে আগ্রহী শিবশঙ্করন পরিবার

এদিকে ওই প্রতিবেদন দাবি করছে, Aircel-র প্রতিষ্ঠাতা সেশেলস নাগরিক সি. শিবশঙ্করন এবং তাঁর পরিবার বা সহযোগীরা ভিলাটি কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। আর তাঁরা প্রস্তাবিত মূল্য দিয়েছে ৬.২ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় ৫৫ কোটি টাকা। ফলত তা আনুমানিক মূল্যের বহুগুণ বেশি বলা চলে। যদিও এ বিষয়ে শিবশঙ্করনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি এইসব সম্পর্কে কিছুই জানিনা। তবে আলোচনা হয়েছে ঠিকই।

জানিয়ে রাখি, সাধারণত সেশেলসে বিদেশীদের সম্পত্তি কেনার কোনও অনুমতি নেই। তবে রতন টাটার বিশ্বব্যাপী প্রভাব এবং শিল্পক্ষেত্রে অবদানের জন্যই তাঁকে এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। এমনকি ১৯৮২ সালে টাটা মোটরসের অবদানের জন্য সেশেলস একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করেছিল। এদিকে ২০২৫ সালের ১৬ জুন বোম্বে হাইকোর্ট টাটার উইল অনুমোদন করে। আর উইল অনুযায়ী, বিক্রি থেকে পাওয়া অর্থ দুই ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগ যাবে রতন টাটা ফাউন্ডেশনে এবং দ্বিতীয়টি যাবে রতন টাটা ট্রাস্টে।

শিবশঙ্করন দেউলিয়া মামলা নিয়ে চিন্তা

এদিকে শিবশঙ্করনের বিরুদ্ধে বর্তমানে সেশেলস সুপ্রিম কোর্ট দেউলিয়া মামলা চালাচ্ছে। আর তিনি আগেই বলেছেন যে, সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে, শুনানি শেষ হলে আমি নিজেই টাকা ফেরত পাব। কিন্তু সম্পত্তি কেনার ক্ষেত্রে তাঁর আইনগত অবস্থান এখন লেনদেনে কীভাবে প্রভাব ফেলতে পারে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে পরিবার চাইছে, ভিলাটি কেনার আগে যেন সব ধরনের প্রক্রিয়া নির্মাণ সংক্রান্ত চাঁদা বা কর মিটিয়ে দেওয়া হয়। এখন শুধু দেখার, টাটার এই সম্পত্তি কার হাতে ওঠে।

Leave a Comment