বিক্ষোভ বরদাস্ত নয়, ৫ সেপ্টেম্বর থেকে শুরু করতে হবে ভাবাদিঘির কাজ! নির্দেশ হাইকোর্টের

Bhabadighi Rail Project

সৌভিক মুখার্জী, কলকাতা: হুগলির ভাবাদিঘি (Bhabadighi Rail Project) নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটতে চলেছে। কলকাতা হাইকোর্টে এবার বড়সড় রায়ের পথে হাঁটল। তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের আওতায় ভাবাদিঘির উপরে ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। আর তাতেই স্থানীয় বাসিন্দারা এতদিন বিক্ষোভ চালাচ্ছিল। তবে বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল যে, ৫ সেপ্টেম্বরের মধ্যেই কাজ শুরু করতে হবে  ভাবাদিঘিতে এবং কোনোরকম বিক্ষোভ বরদাস্ত করা যাবে না।

ভাবাদিঘি নিয়ে কী বলেছে হাইকোর্ট?

TV-9 বাংলার রিপোর্ট অনুযায়ী, এদিন আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকেই ভাবাদিঘি রেল প্রকল্পের কাজ শুরু করতে হবে। হুগলি জেলা প্রশাসন এবং পুলিশকে এর জন্য সর্বত্রভাবে সহযোগিতা করতে হবে। পাশাপাশি কাজের অগ্রগতি সম্পর্কে ১৯ নভেম্বরের মধ্যে হলফনামাও জমা দিতে হবে। উল্লেখ্য, রেললাইন বন্ধ করে বা কাজে বাধা দেওয়ার মতো কোনও বিক্ষোভ আর সহ্য করা যাবে না বলেই জানিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে পর্যাপ্ত পুলিশও মোতায়েন করতে হবে।

কাজ কোথায় আটকে ছিল?

প্রসঙ্গত ৮২.৪৭ কিলোমিটারের তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ প্রায় সবটাই সম্পন্ন হয়েছে। তবে ভাবাদিঘির উপর ৬০০ মিটার অংশের কাজটুকু আটকে ছিল। ইতিমধ্যেই তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। আর বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত সিআরএস হয়ে গিয়েছে। পাশাপাশি কামারপুকুর থেকে জয়রামবাটির মধ্যে রেল লাইনের কাজ জোরকদমে এগোচ্ছে এবং কামারপুকুর স্টেশনও তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ, গোটা প্রকল্প এখন শেষের মুখে। শুধু ভাবাদিঘির কাজটাই আটকে।

আরও পড়ুনঃ দাম কমছে ১৭৫টি নিত্য প্রয়োজনীয় জিনিসের, বীমায় GST মুকুব! বড় ঘোষণা অর্থমন্ত্রীর

প্রসঙ্গত, গ্রামবাসীরা এতদিন অভিযোগ করছিল, ভাবাদিঘি তাদের জীবিকার সবথেকে বড় ভরসার জায়গা। কেউ মাছ চাষ করে, কেউ চাষের জলের জন্য ভাবাদিঘির উপর নির্ভরশীল। আর সেই সঙ্গে পানীয় জলের উৎস হিসেবেও ভাবাদিঘির জল ব্যবহার করা হয়। তাদের দাবি, জলাশয় বাঁচিয়ে রেখেই রেললাইন তৈরি করা হোক। তবে বারবার দাবি জানানো সত্ত্বেও মানা হয়নি। এমনকি একবার কাজ শুরু হলেও তা ভাবাদিঘি ইস্যুতে থেমে গিয়েছিল। উল্লেখ্য, এই রেললাইন একবার চালু বলে হাওড়া থেকে বাঁকুড়া ও পুরুলিয়া দূরত্ব অনেকটাই কমে যাবে।

Leave a Comment