বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ ভারতের বিজয় দিবস। আর এই শুভদিনে ভারতীয় নৌসেনার হাতে আসতে চলেছে এক অভিনব জলযান(Diving Support Craft)। হ্যাঁ, জলের তলদেশে ডুবুরিদের বিভিন্ন মেরামত, রক্ষণাবেক্ষণ, উদ্ধারকার্য সহ প্রশিক্ষণের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগী হবে এই জলদস্যুটি। সবচেয়ে বড় কথা, নৌসেনার ভান্ডারে যুক্ত হতে যাওয়া বিশেষ জলযানটি বাংলার মাটিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।
ভারতীয় নৌসেনার শক্তি বাড়াবে বিশেষ জলযানটি
একাধিক রিপোর্ট অনুযায়ী, টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের হাত ধরে তৈরি বিশেষ জলযানটির নাম দেওয়া হয়েছে ডাইভিং সাপোর্ট ক্রাফট। আজ অর্থাৎ 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে ভারতীয় নৌসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সদর কোচিতে এই বিশেষ জলযানটি আনুষ্ঠানিকভাবে কমিশনপ্রাপ্ত হবে বলেই জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
না বললেই নয়, ডাইভিং সাপোর্ট ক্রাফট বা DSC-20 নামক জলযানটি আনুষ্ঠানিকভাবে টিটাগর রেল সিস্টেমস লিমিটেডের হাত থেকে গ্রহণ করে নেবেন ভারতীয় নৌসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের জিওসি ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা।
অবশ্যই পড়ুন: নিলামের কয়েক ঘণ্টা আগেই বিরাট কাণ্ড ঘটালেন KKR থেকে বাদ পড়া ভেঙ্কটেশ আইয়ার!
প্রসঙ্গত, টিটাগড়ে ভারতীয় নৌ সেনার হাতে উঠতে যাওয়া নতুন জলযানটি পরীক্ষা করা হয়েছিল নৌসেনার পূর্বাঞ্চলীয় সদর বিশাখাপত্তনমে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই জলযানটির প্রতিটি বৈশিষ্ট্যে সন্তুষ্ট হয়েছেন ভারতীয় নৌসেনার বিশেষজ্ঞরা। বলাই বাহুল্য, 2027 সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাঁড়ারে অন্তত 200টি শক্তিশালী যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে নয়া দিল্লির ব্যয় হবে কম করে 1 লক্ষ কোটি টাকা।