বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ঘরোয়া ক্রিকেট খেলতেই হচ্ছে টিম ইন্ডিয়া প্লেয়ারদের। সেই মতোই বিজয় হাজারে খেলতে জয়পুরে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে সেখানে গিয়ে ভক্তদের ঘেরাওয়ের মুখে পড়তে হলো হিটম্যানকে। এক কথায়, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই ইচ্ছেমতো তারকা ক্রিকেটারকে ছুঁয়ে দেখা থেকে শুরু করে তাঁর সাথে সাথে ড্রেসিংরুমের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন সমর্থকরা। শেষ পর্যন্ত এক নিরাপত্তারক্ষীর তৎপরতায় কিছুটা স্বস্তি পেলেন রোহিত।
ঠিক কী ঘটেছিল?
ঘটনাটা গতকাল অর্থাৎ মঙ্গলবারের। মুম্বই দলের হয়ে বিজয় হাজারেতে নামছেন রোহিত। তার আগে, শেষবারের মতো সোয়াই মান সিং স্টেডিয়ামে চূড়ান্ত অনুশীলন শেষ করে সাজঘরে ফিরছিলেন রোহিত শর্মা। ঠিক সেই সময় রোহিতকে দেখতে পেয়ে ছুটে আসেন একদল ভক্ত। তাঁকে ঘিরেও ধরেন একপ্রকার। সেই সাথে ভারতীয় তারকাকে পেয়ে চলে একাধিক আবদার। সূত্রের খবর, সেখানে কিছুটা ধাক্কাধাক্কির পরিস্থিতিও তৈরি হয়েছিল। ভক্তদের অনুরোধ না রেখেই ভিড়কে পাশ কাটিয়ে সাজঘরের দিকে যাচ্ছিলেন রোহিত। তাতে কিছুটা অসন্তুষ্ট হন ভক্তরা।
একাধিক সূত্র মারফত যা খবর, নিজেদের আবদারের ঝুলি নিয়ে রোহিতকে এক ভাবে অনুরোধ করতে থাকেন তাঁরা। বেশ কয়েকজন ভক্ত নাকি রোহিতের পেছন পেছন সাজঘরের দরজা পর্যন্তও পৌঁছে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত এক নিরাপত্তারক্ষী ছুটে এসে রোহিতকে ভক্তদের হাত থেকে উদ্ধার করেন। এদিন ভক্তদের আচরণে কিছুটা বিরক্ত হয়েছিলেন রোহিত শর্মা। যা তাঁর অঙ্গভঙ্গি এবং মুখমণ্ডল দেখে বোঝা গিয়েছিল। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে, ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নিরাপত্তা কীভাবে এত ঢিলেঢালা হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
অবশ্যই পড়ুন: বদলে যাবে ইন্টারনেট দুনিয়া! ব্লুবার্ড-২ স্যাটেলাইট লঞ্চ করে ইতিহাস গড়ল ISRO
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বিজয় হাজারের প্রথম দুটি অথবা তিনটি ম্যাচ খেলবেন রোহিত শর্মা। তারপরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের অনুশীলন শুরু করবেন তিনি। সেই অনুশীলন পর্ব কাটিয়ে মূল মঞ্চে নামার অপেক্ষায় প্রাক্তন অধিনায়ক। এমনিতেও শেষ দুই ম্যাচে ছন্দে থাকায় হিটম্যানকে নিয়ে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্টও।