বিজয় হাজারের প্রথম দিনেই দুরন্ত সেঞ্চুরি রোহিত-কোহলির, শিক্ষা পেল BCCI?

Rohit-Virat Century in Vijay Hazare Trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মতোই জাতীয় দলে টিকে থাকার শর্ত মেনে নিয়েই ঘরোয়া ক্রিকেটে নেমে পড়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিজয় হাজারের একদিনের ক্রিকেটে নেমেই ব্যাটে আগুন ঝড়ালেন রোকো। আলাদা আলাদা দলে খেলেও সেঞ্চুরি গড়লেন রোহিত এবং কোহলি (Rohit-Virat Century)। সেই সাথে বোর্ডের উদ্দেশ্যে বার্তা দিলেন, তাঁরাই মহাতারকা। আর মহাতারকাকে আলাদা করে নিজেকে প্রমাণ করে দেখানোর প্রয়োজন পড়ে না!

ব্যাট হাতে তান্ডব চালালেন রোহিত-কোহলি

একটানা 7 বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন রোহিত শর্মা। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে মাথায় নিয়েই সিকিমের বিরুদ্ধে মুম্বই দলের হয়ে বিজয় হাজারের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত। আর সেই প্রথম ম্যাচটাই ব্যাট হাতে একেবারে রাঙিয়ে দিলেন হিটম্যান। এদিন সিকিমের বোলারদের বোকা বানিয়ে 94 বলে 155 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন শর্মা। তবে সেঞ্চুরি ছুঁতে প্রয়োজন হয়েছিল মাত্র 62 বল। বলাই বাহুল্য, ঘরোয়া ক্রিকেটে নেমে নিজের ক্ষমতা জাহির করার পাশাপাশি রোহিতের রানের হাত ধরেই 8 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় মুম্বই।

আজ বিজয় হাজারের অন্য প্রান্তে দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচে 15 বছর পর ঘরোয়া একদিনের ক্রিকেটে কামব্যাক করলেন বিরাট কোহলি। সেই ম্যাচেই অন্ধ্রের বোলারদের ঘুম উড়িয়ে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে সেঞ্চুরি করলেন কোহলিও। এদিন 101 বলে 14টি চার এবং 3টি ছয় সহযোগে নিজের 131 রানের ইনিংস একেবারে সাজিয়ে নিয়েছিলেন বিরাট। সবচেয়ে মজার বিষয়, বিজয় হাজারেতে নেমেই জাত চেনানোর পাশাপাশি এদিনই লিস্ট এ ক্রিকেটে 16 হাজার রানের গন্ডি পার করেন বিরাট।

অবশ্যই পড়ুন: নিজ ধর্মেই ভরসা, বালিগঞ্জ আসনে নিশার জায়গায় দূর সম্পর্কের মামাকে প্রার্থী করলেন হুমায়ুন

না বললেই নয়, এর আগে লিস্ট এ ক্রিকেটে 385টি ইনিংস খেলে 16 হাজার রানের গন্ডি পেরিয়েছিলেন সচিন তেন্ডুলকর। আজ অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ক্ষমতা দেখিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে 16 হাজার রানের সীমারেখা পেরোলেন বিরাট। তবে সচিনের পর এই কীর্তি গড়তে কোহলির লেগেছে মাত্র 330টি ইনিংস। সব মিলিয়ে বলাই যায়, ঘরোয়া ক্রিকেটে তান্ডব চালিয়ে রোকো বুঝিয়ে দিলেন তাঁদের আর আলাদা করে নিজেদের প্রমাণ করার প্রয়োজন নেই। কেউ কেউ বলছেন, রোহিত এবং বিরাটের জোড়া সেঞ্চুরির পর বড় শিক্ষা পেল BCCI!

Leave a Comment