বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন সাঁতারু? বুলা চৌধুরীর বাড়িতে সুকান্ত যেতেই তুঙ্গে জল্পনা

BJP leader Sukanta Majumdar meets Bula Choudhury will she join bjp

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি দাবি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বেশিদিন হয়নি, আর তার মাঝেই প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর (Bula Choudhury) বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ওরফে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, বুধবার বুলার বাড়িতে পৌঁছে তাঁর হাতে তুলে দিলেন একটি পুষ্পস্তবকও। সঙ্গে চলল ঢের আলাপ-আলোচনা। আর তাতেই জন্ম নিয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সরাসরি বিজেপিতে যোগ দেবেন বঙ্গের প্রাক্তন সাঁতারু? রাজনীতির ময়দানে তাহলে কি ফের নেমেই পড়লেন বুলা?

লাল ঝান্ডা ত্যাগ করছেন বুলা?

ভারতের নামি তারকা তথা দেশের নাম উজ্জ্বল করেছে এমন প্রথম সারির সাঁতারু বুলা চৌধুরির রাজনীতির প্রাথমিক জীবন সম্পর্কে অবগত অনেকেই। সালটা ছিল 2006। সে বছর বাংলার সিপিএমের হয়ে পশ্চিম মেদিনীপুরের নন্দনপুর বিধানসভা আসনে দাঁড়িয়েছিলেন বুলা। শুধু তাই নয়, সেই আসন থেকে জিতে 5 বছর বিধায়কের আসনেও ছিলেন তিনি। এরপর দীর্ঘ সময়ে পেরিয়েছে রাজনীতির মাল-মশলা গা থেকে ঝেড়ে ফেলে সাংসারিক জীবনে মন দিয়েছিলেন বুলা। তবে বুধবার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তাঁর বাড়িতে যাওয়ার পর থেকেই জল্পনা বেড়েছে এবার কি তাহলে লাল ঝাণ্ডা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন ভারতীয় সাঁতারু?

বুলাকে বড় প্রস্তাব সুকান্তর

বুধবার প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে গিয়েই তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎকার সারেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এরপরই বিজেপির ক্রীড়াসেলে যুক্ত হওয়ার জন্য বঙ্গের প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীকে প্রস্তাব দেন সুকান্ত। এ প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছেন, “অভিজ্ঞতাকে কাজে লাগানো দরকার। আমরা যখনই সুযোগ পাবো তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাবো। তাই মানুষের কাছে আমার আবেদন আমাদের সুযোগটা দিন।” তাহলে কি বিজেপিতেই যোগদান করছেন বুলা? এমন প্রশ্নের উত্তরে সুকান্তর বক্তব্য, “সেই সিদ্ধান্তটা একান্তই তাঁর।” এখন দেখার বিষয় শেষ পর্যন্ত লাল তকমা ছেড়ে বুলা গেরুয়া শিবিরে যোগদান করেন কিনা।

অবশ্যই পড়ুন: ইডেন টেস্টের আগেই তরুণ তারকা ক্রিকেটারকে রিলিজ করছে টিম ইন্ডিয়া!

উল্লেখ্য, কিছুদিন আগেই ইডেনে বিশ্বকাপ জয়ী বঙ্গ তরুণী রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চ থেকে আচমকা প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছিলেন, “আমাদের বুলা চৌধুরী। সাঁতারের.. একদিন হঠাৎ এসে আমাকে বলল আমার অর্জুন চাই। আমি বলেছিলাম, দিতে পারি তবে 8 মাস প্রেম-ঠেম করা চলবে না। কমনওয়েলথে 8 টার মধ্যে 6টায় জয়ী হতে হবে। ও শেষ পর্যন্ত কথা রেখেছিল।” মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বুলা চৌধুরী বলেছিলেন, “আমি কোনও দিনও কমনওয়েলথে যাইইনি। ভারতের কেউই কমনওয়েলথে সাঁতারে অর্জুন পুরস্কার পায়নি। যদি অযোগ্য কাউকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে তাহলে সেটা এখনই কেড়ে নেওয়া হোক।” এদিন ব্যক্তিগত জীবন নিয়ে সর্বসমক্ষে আলোচনা করায় মুখ্যমন্ত্রীর মন্তব্যে কিছুটা অসুন্তুষ্টই হয়েছিলেন বাংলার প্রাক্তন সাঁতারু।

Leave a Comment