বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে রয়েছেন জেপি নাড্ডা। তবে গেরুয়া শিবিরের এই পদে তাঁর মেয়াদ শেষের পর্যায়ে। ফলে বিগত দিনগুলিতে বারবার এই পদে কে বসবেন তা নিয়ে জল্পনা বেড়েছে। এহেন আবহে কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা করে দিল বিজেপি। রবিবার ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, দলীয় সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হচ্ছেন নীতিন নবীন (Nitin Nabin)। বলা বাহুল্য, নরেন্দ্র মোদির দলের এই নেতা বর্তমানে বিহারের মন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন।
কে এই নীতিন নবীন?
ভারতীয় জনতা পার্টির অন্যতম বিশিষ্ট নেতা হিসেবে পরিচিত নীতিন নবীন গেরুয়া শিবিরের বহু ওঠা পড়ার সাক্ষী থেকেছেন। সালটা 1980 র 23 মে, বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন নীতিন। তবে জন্মটা বিহারে হলেও দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন দিল্লিতে। বলা বাহুল্য, বিহারের প্রাক্তন বিধায়ক নবীন সিনহার ছেলে তিনি। অনেকেই হয়তো জানেন, 2005 সালে দিল্লিতে মৃত্যু হয় পাটনা পশ্চিমের প্রাক্তন বিধায়কের। বাবার মৃত্যুকালে ছেলে নবীনের বয়স ছিল মাত্র 23 বছর।
সেই সময়, ছেলে নবীনকে পাটনা পশ্চিমের প্রাক্তন বিধায়ক নবীন সিনহার উত্তরাধিকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি। প্রাথমিকভাবে সেই আবেদনে রাজি না হলেও পরবর্তীতে মায়ের কথায় পাটনা পশ্চিম আসনে লড়াই করার জন্য রাজনীতির ময়দানে নামেন তিনি। পরবর্তীতে ভোট গ্রহণের পর ফলাফল যায় নীতিনির পক্ষেই। প্রথমবারের মতো উপনির্বাচনে জয়লাভ করেন তিনি। সেই থেকেই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে নিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছেন বিহারের ভূমিপুত্র।
না বললেই নয়, নীতিন নবীন বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টির হয়ে নানান দায়িত্ব পালন করেছেন। 2008 সালে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ-ভারপ্রাপ্ত হিসেবে নিযুক্ত হন তিনি। পরবর্তীতে 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিজেওয়াইএম এর জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2023 এই আইভিএলপি এর অংশ হিসেবে 15 দিনের জন্য আমেরিকা সফর করেছিলেন নীতিন। পরবর্তীতে 2016 সাল থেকে 2019 পর্যন্ত বিজেওয়াইএম এর রাজ্য সভাপতি ছিলেন তিনি। এরপর ছত্রিশগড়ের নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন নীতিন।
বলে রাখি, বর্তমানে বিহারে নীতিশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নবীন। কিছুদিন আগেই বিহারের বাঁকিপুর আসন থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই আরজেডির প্রার্থী রেখা কুমারীকে 51 হাজার ভোটে হারিয়ে জয়লাভ করেন নীতিন নবীন। ফলে এই মুহূর্তে নিতিশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবার সেই নবীনকেই সর্বভারতীয় কার্যনির্বাহী বা ভারপ্রাপ্ত সভাপতি করল ভারতীয় জনতা পার্টি।
অবশ্যই পড়ুন: শীঘ্রই টি-টোয়েন্টি ক্রিকেটে ধোনিকেও হার মানাবেন সূর্যকুমার, কীভাবে? জানুন
উল্লেখ্য, 2020 সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন জেপি নাড্ডা। তবে এর আগে তিনিও কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেছেন। অমিত শাহের আমলে 2019 সালের 17 জুন থেকে এই পদের দায়িত্ব সামলেছেন তিনি। পরবর্তীতে তাঁকেই সভাপতির দায়িত্ব দেয় বিজেপি। কাজেই অনেকেই মনে করছেন ঠিক একইভাবে নীতিন নবীনকেও প্রথমে কার্যনির্বাহী সভাপতি এবং পরে সভাপতির পদ দিয়ে দেবে বিজেপি।