বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বিটি রোডের নিচ থেকে যাওয়া 6টি জলের পাইপ। হ্যাঁ, ওই পাইপগুলির মাধ্যমেই কলকাতা পুরসভার পলতা প্রকল্প থেকে পরিশ্রুত পানীয় জল পৌঁছয় টালা ট্যাঙ্কে। কাজেই মেট্রোর কাজ করতে গিয়ে ওই পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হলে কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হবে জল সঙ্কট।
মূলত সেই সব দিক মাথায় রেখেই এবার ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণে গতি আনতে বিটি রোডের নিচ থেকে যাওয়া পাইপ সংক্রান্ত সমস্যা নির্মূল করতে উঠে পড়ে লেগেছে কলকাতা মেট্রো রেল ও পুরসভা। প্রস্তাব এসেছে, বিটি রোডের নিচ থেকে যাওয়া জলের ওই পাইপগুলি সরিয়ে ফেলতে হবে। এদিকে আবার জল সরবরাহ থাকবে অব্যাহত!
ফলত, দুই দিক চিন্তা করে এবার প্রশাসনিক স্তরে চলছে
তোরজোর। তবে সবচেয়ে মজার বিষয়, বিটি রোডের নিচে থাকা পাইপগুলি ঠিক কতটা নিচে রয়েছে অর্থাৎ মাটির কতটা গভীরে ওই পাইপগুলি বসানো সেই সম্পর্কে কোনও তথ্য নেই পুরসভার হাতে। ফলত, সিদ্ধান্ত হয়েছে এবার কলকাতা পুরসভা ও মেট্রো প্রকল্পের দায়িত্বে থাকা রেল বিকাশ নিগম লিমিটেডের ইঞ্জিনিয়াররা যৌথভাবে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। বিটি রোডের রাস্তা খুঁড়ে অর্থাৎ ট্রায়াল পিট কেটে পাইপগুলির অবস্থান চিহ্নিত করা হবে বলেই খবর।
ট্রায়াল পিট কাটলেই মিলবে উত্তর
সম্প্রতি রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড কলকাতা পুরসভার সাথে একটি বৈঠক সারে। শুক্রবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। জানা যায়, ওই বৈঠকে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় রেল বিকাশ নিগম লিমিটেড ও পুরসভার যৌথ উদ্যোগে ইঞ্জিনিয়াররা ট্রায়াল পিট কেটে পাইপের অবস্থান জানবেন।
তবে বৈঠক চলাকালীন এও জানানো হয়, বিটি রোডের ওই পাইপ দিয়ে কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ হয়ে থাকে। কাজেই কোনও কারণে পাইপ ক্ষতিগ্রস্ত হলে শহরের প্রয়োজনীয় জলের 60 থেকে 70 শতাংশ সরবরাহ সংকটের মুখে পড়বে। ফলে সমস্ত দিক মাথায় রেখে, খুব শীঘ্রই রেলের ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠকে বসবেন পুরসভার ইঞ্জিনিয়াররা। আপাতত এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ।
অবশ্যই পড়ুন: ১২ ম্যাচে ৫৫ উইকেট! লর্ডসে ভারতকে টাইট দিতে ভয়ঙ্কর বোলারকে ডেকে নিল ইংল্যান্ড
খরচ বহন করতে হবে মেট্রোকেই
বিগত দিনগুলিতে বারংবার একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল নানা মহলে, আর তা হল.. ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে বিটি রোডের পাইপলাইন সরানোর খরচ বহন করবে কে? যদিও এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাইপলাইন সরানোর খরচ পুরোটাই বহন করতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রেল বিকাশ নিগম লিমিটেডের অফিসে গিয়ে রেলের ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠকে বসবেন পুরসভার ইঞ্জিনিয়াররা। আর তারপরই ঠিক হবে প্রস্তাবিত মেট্রো রুটের অ্যালাইমমেন্ট।