সহেলি মিত্র, কলকাতাঃ বিড়ি জ্বালানোর জন্য দেশলাই না দেওয়াই হল কাল। বেঘোরে প্রাণ দিলেন এক ব্যক্তি (UP Man Suicide)। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। এই ঝাঁসিতেই বিড়ি জ্বালানোর জন্য দেশলাইয়ের বাক্স না পেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তি আত্মহত্যার সময়ে ‘জয় বজরংবলি’ ধ্বনি দেন। এই ঘটনা স্বাভাবিকভাবেই সকলকে হতবাক করেছে।
বিড়ি জ্বালানোর জন্য দেশলাই না পেয়ে আত্মঘাতী ব্যক্তি
সূত্রের খবর, ঝাঁসি জেলার সদর বাজার থানা এলাকার বাসিন্দা মোহন সিং তার পরিবারের কাছে বিড়ি জ্বালানোর জন্য একটি দেশলাইয়ের বাক্স চেয়েছিলেন। তবে, যখন তার পরিবার তাকে দেশলাইয়ের বাক্স দিতে অস্বীকৃতি জানায়, তখন মোহন রেগে গিয়ে একটি কুয়োয় গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এত দ্রুততার সঙ্গে ঘটনাটি ঘটে যে, পরিবার প্রথমদিনে কিছু সামলানোর সময় অবধি পাইনি বলে খবর।
মৃত মোহন সিংয়ের ভাই শ্যাম বলেন, “আমরা শুয়ে ছিলাম, আর সে এসে দেশলাই চাইল। আমরা তাকে দেশলাই দিইনি এবং তাকে বকাঝকা করি। এতে সে রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। বাইরে বেরিয়ে পড়ার পর সে কুয়োয় ঝাঁপ দেয়।” মৃত মোহন সিং সদর বাজার থানা এলাকার গণেশ মাদিয়া ক্যান্টে থাকতেন এবং রং করার কাজ করতেন।
কী বলছে পরিবার?
পরিবার জানিয়েছে, মৃত মোহন সিং মদ্যপানে আসক্ত ছিলেন। এদিকে, প্রতিবেশীরা জানান যে তিনি কুয়োর কাছে দাঁড়িয়ে জয় বজরংবলি স্লোগান দিয়ে ঝাঁপ দেন। পুলিশ এই পুরো ঘটনা সম্পর্কে একটি বিবৃতিও জারি করেছে। নগর পুলিশের সার্কেল অফিসার লক্ষ্মীকান্ত গৌতম বলেন, “আমরা ১১২ নম্বরের মাধ্যমে তথ্য পেয়েছি যে গণিয়া ক্যান্ট থানার সদর বাজারের বাসিন্দা মোহন সিং একটি কুয়োয় ঝাঁপিয়ে পড়েছেন। এই তথ্য পেয়ে ইউপি ১১২, নববাদ এবং সদর বাজার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা জানান যে মোহন মদ্যপানে আসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মদ্যপ অবস্থায় বাড়িতে এসেছিলেন। তাকে কাউন্সেলিং করা হচ্ছিল এবং মদ্যপান করতে নিষেধ করা হয়েছিল। এরপর বিড়ি জ্বালানোর জন্য দেশলাই বাক্স না পেয়ে রাগে, অভিমানে তিনি কুয়োয় ঝাঁপিয়ে পড়েন।” পুলিশ সূত্রের খবর, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।