বিদেশের মাটিতে পাকিস্তানের ক্লাবকে ২-০ গোলে দুরমুশ করল ইস্টবেঙ্গল!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের দলকে ক্ষমতা দেখালো ইস্টবেঙ্গল। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ঝকঝকে ফুটবল খেলে মশালের তেজ আরও কয়েকগুণ বাড়িয়ে নিলেন লাল হলুদের নারী ব্রিগেড। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পাকিস্তানের করাচি সিটির মুখদর্শন করেছিলেন শহরের ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গলের মেয়েরা (East Bengal Vs Karachi City)। সেখানেই প্রতিপক্ষকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল লাল হলুদ বাহিনী।

বিদেশের মাটিতে পাকিস্তানের দলকে জবাই করল ইস্টবেঙ্গল!

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে একেবারে ঝলমল করছে ইস্টবেঙ্গলের জয় রথ। এর আগের ম্যাচে এই দলটাই ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে 4-0 গোলে হারিয়ে একতরফা জয় নিশ্চিত করেছিল। বৃহস্পতিবার তারাই নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের দল করাচি সিটির। অপারেশন সিঁদুরে পশ্চিমের দেশকে যেভাবে নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারতীয় সেনারা, কার্যত একইভাবেই গতকাল ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর দাপট ধরে রেখেছিল ইস্টবেঙ্গল।

পাক দলের ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে বারবার নিজেদের কার্যসিদ্ধি করে গিয়েছে লাল হলুদের শক্তিশালী নারী ব্রিগেড। এদিন ম্যাচ শুরু হওয়ার প্রথম 5 মিনিটের মধ্যেই আক্রমনাত্মক ফুটবল খেলে প্রথম গোল আদায় করেন ইস্টবেঙ্গলের সুলঞ্জনা রাউল। তাঁর বুটের ধাক্কায় বল পৌঁছয় সোজা করাচির জালে। ইস্টবেঙ্গলের কাছে প্রথম গোল খেয়ে বুক চিতিয়ে লড়তে আসে পাকিস্তানের দল।

এদিন করাচির মেয়েরা প্রথম গোল খেয়ে একেবারে পাল্টা দিতে উদ্যত হয়ে উঠেছিল। তবে শত চেষ্টা সত্ত্বেও প্রথমার্ধে আর গোল আসেনি। এরপর দ্বিতীয়ার্ধের খেলায় চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে আক্রমণের তেজ বাড়ায় মশাল বাহিনী। সেখান থেকেই এক রোখা ফুটবল খেলে 49 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন লাল হলুদের রেস্টি নার্জিনারি। আর সেটাই ছিল মশাল কন্যাদের জয় সূচক গোল। তাতে 2-0 গোলে পরাস্ত হয়ে মাথা নত করেই মাঠ ছাড়ে করাচি সিটি।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের আগে চূড়ান্ত ব্যর্থ সূর্যকুমার! খোয়াতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব

প্রসঙ্গত, একটানা দুই ম্যাচ জিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে অন্যান্যদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকলো ইস্টবেঙ্গল। পরপর দুই ম্যাচে জয় নিশ্চিত করে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মশাল দল। গোল পার্থক্যের নিরিখেও অন্যান্যদের থেকে এগিয়ে সুলঞ্জনাদের ক্লাব। বলে রাখি, আগামী 20 ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল।

Leave a Comment