বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো ভারতীয় দলের সমর্থকরা কোনও ক্রিকেটারকে শত রান করতে বারণ করছেন। হ্যাঁ, আসলে ঘটনাটা একটু ভিন্ন ধরনের। টিম ইন্ডিয়ায় এমন এক ক্রিকেটার রয়েছেন যিনি মূলত অভাগা (Team India Unlucky Player) হিসেবে পরিচিত!
বিষয়টা খোলসা করে বলতে গেলে, এই ভারতীয় তারকা যে ম্যাচে দুরন্ত পারফর্ম করেন, ব্যাট হাতে সেঞ্চুরির মতো বড় ইনিংস খেলেন, সেই আসরেই হারে ভারত। তাই প্রথমবারের মতো, তাঁকে এজবাস্টন টেস্টে সেঞ্চুরি করতে না করছেন ভক্তরা! কে তিনি? কাকে টিম ইন্ডিয়ার অভাগা ক্রিকেটার হিসেবেই দেখা হয়?
টিম ইন্ডিয়ার বড় অভাগা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাস্ত হয়েছে ভারত। তবে বোলিং আক্রমণে কিছুটা ধাক্কা খেলেও টিম ইন্ডিয়ায় যে ব্যাটিং বিপর্যয় ছিল সেটা বলা যাবে না। কেননা, প্রথম টেস্টেই পরপর 5টি সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটাররা। আর সেই সূত্র ধরেই ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়ে ফেলে শুভমনের ভারত। আর এই টেস্টেই, ইংলিশ বোলারদের ছাতু করে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ।
বলে রাখি, এই পন্থকেই টিম ইন্ডিয়ার অভাগা ক্রিকেটার হিসেবেই দেখেন অনেকে। আসলে ভক্তদের মধ্যে এক অদ্ভুত বিশ্বাস রয়েছে যে, ঋষভ যে ম্যাচে সেঞ্চুরির মতো বড় ইনিংস খেলেন, সেই আসরেই হারে টিম ইন্ডিয়া। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাঁকে অন্তত সেঞ্চুরি করতে বারণ করছেন বহু ভক্ত।
অবশ্যই পড়ুন: ‘ভারত এবার হামলা করলে ভয়ঙ্কর জবাব দেব!’ ফের হুঙ্কার ছাড়লেন আসিম মুনির
পন্থের শতরান, টিম ইন্ডিয়ার পরাজয়
টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋষভ পন্থের হাত ধরে বহু ম্যাচে কঠিন রানের গন্ডি পেরিয়ে এসেছে ভারত। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজ জিতিয়ে আসা পন্থ পরবর্তীতে বিদেশের মাটিতে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে বোলারদের পিটিয়ে প্রচুর রান তুললেও দুর্ভাগ্যবশত ওই একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি ভারত।
কাজেই, বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে দলের জন্য পাথর ভেঙে রানের পাহাড় গড়লেও পন্থের কৃতিত্বে জয়ের বদলে হারতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। আসলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদেশের মাটিতে সম্প্রতি মোট 6টি সেঞ্চুরি রয়েছে পন্থের, আর সেই ম্যাচগুলির 5 আসরেই হেরেছে টিম ইন্ডিয়া, একটি হয়ে গিয়েছিল ড্র। আর এরপর থেকেই পন্থকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয় সমর্থকদের মনে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পন্থ খেললেও তিনি সেঞ্চুরি করুক এমনটা চান না টিম ইন্ডিয়ার বহু ভক্ত।