বিনামূল্যে ট্রেনিং নিয়ে চাকরি! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

Reliance Industries Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। যারা ছাত্র জীবনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কোনো সংস্থার আওতায় প্রযুক্তিগত দক্ষতা শিখতে চান, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে প্রচুর শূন্যপদে ইন্টার্নশিপ ট্রেনিং-এর (Reliance Industries Internship 2025) আয়োজন করা হয়েছে, যেখানে ট্রেনিং দেওয়ার পাশাপাশি প্রতি মাসে মোটা অংকের স্টাইপেন্ড দেওয়া হবে এবং চাকরির সুযোগ করে দেওয়া হবে।

তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, কী কী দায়িত্ব সামলাতে হবে, কোথায় ট্রেনিং হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সংস্থা সম্পর্কে তথ্য

ভারতের সবথেকে বড় এবং লাভজনক বেসরকারি সংস্থাগুলির মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তালিকার শীর্ষে থাকবে। মুম্বাই ভিত্তিক এই কোম্পানিটি জ্বালানি, পেট্রোকেমিক্যাল, টেলিকম বা খুচরো বাজারসহ একাধিক ক্ষেত্রে নিজেদের বিস্তার লাভ করেছে। 2020 সালে 200 বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপ অর্জন করেছিল ভারতীয় এই কোম্পানিটি। আর এই কোম্পানির তরফ থেকেই ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।

কী কী শেখার সুযোগ পাওয়া যাবে?

এই ইন্টার্নশিপ ট্রেনিং-এর মাধ্যমে শুধুমাত্র অফিসে বসে কাজ শেখার অভিজ্ঞতা নয়, বরং ইন্ডাস্ট্রি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অবলম্বন করা যাবে। ইন্টার্নদের জন্য থাকবে পাওয়ারফুল ইন্ডাকশন প্রোগ্রাম। পাশাপাশি বডি সিস্টেম ও মেন্টরশিপ, অর্থাৎ অভিজ্ঞ কর্মীদের সহায়তায় কাজ শেখা যাবে। সিনিয়র লিডারশিপের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার সুযোগ পাওয়া যাবে, এমনকি পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংযুক্তিকরণের সুবিধা পাওয়া যাবে।

কারা আবেদন করতে পারবেন?

এখানে মূলত ভারতের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলিতে পড়া চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, যারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের দক্ষতাকে বাড়াতে চান, তারাও এই ইন্টার্নশিপে যুক্ত হতে পারবে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দুই মাসের জন্য অনুষ্ঠিত হবে এবং প্রতি মাসে প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে। যদিও এখনো স্টাইপেন্ডের নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি। তবে পড়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার জঙ্গিরা কবে, কীভাবে ভারতে ঢুকল? মাস্টারমাইন্ড কে? প্রকাশ্যে আসল তথ্য

কীভাবে আবেদন করবেন?

এই ট্রেনিং-এ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

আবেদন করুন- Apply Now

Leave a Comment