বিনামূল্যে ট্রেনিং-র সাথে মোটা অঙ্কের স্টাইপেন্ড! ইন্টার্নশিপের সেরে সুযোগ দিচ্ছে Swiggy

Swiggy Internship Training 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকারদের জন্য সুখবর। দেশের অন ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম Swiggy Instamart এবার তরুণদের জন্য নিয়ে আসল দারুণ সুযোগ। যারা খুচরা ব্যবসা কিংবা দ্রুত ডেলিভারি ব্যবস্থার অভিজ্ঞতা নিতে চায় তাদের জন্য এটি হতে চলেছে দারুণ অপশন। কারণে তারা প্রার্থীদের বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের (Swiggy Internship Training 2025) আয়োজন করেছে এবং ট্রেনিং নিলে মোটা অংকের স্টাইপেন্ডে দেওয়া হচ্ছে।

তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় ট্রেনিং হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

Swiggy Instamart সম্পর্কে তথ্য

জানিয়ে রাখি, 2014 সালে Swiggy যাত্রা শুরু করেছিল। আর আজ তা ভারতের জনপ্রিয় ডেলিভারি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। হ্যাঁ, 500টির বেশি শহরে রেস্টুরেন্ট এবং খুচরা দোকানকে গ্রাহকদের সঙ্গে যুক্ত করে ফেলেছে তারা। আর বর্তমানে এই কোম্পানির লক্ষ্য আরো বড়। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্য ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে। 

কারা আবেদন করতে পারবেন?

এখানে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত ফুলটাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করতে হবে। দ্বিতীয়ত এক সপ্তাহের জন্য সময় দিতে হবে। তৃতীয়ত সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে এবং দ্রুত রিটেইল পরিষেবার কাজ করার মানসিকতা থাকতে হবে।

ইন্টার্নরা কী কী শিখবে?

এই ইন্টার্নশিপে যোগ দিলে বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করা যাবে। প্রথমত নয় ঘন্টার Instamart Pod Shop-এর অভিজ্ঞতা পাওয়া যাবে, যেখানে সরাসরি কাজ শেখার সুযোগ মিলবে। এর পাশাপাশি স্টাফদের সঙ্গে মিলে কাস্টমার সার্ভিস ইনভেন্টরি পরীক্ষা কিংবা অর্ডার পূরণের কাজে সহায়তা করা যাবে। এমনকি খুচরো স্টোরে নির্দিষ্ট পারফরম্যান্স সূচক কীভাবে পরিচালিত হয়, তা বোঝার সুযোগও মিলবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপটি মূলত ভারতের ফরিদাবাদ, দিল্লি, গাজিয়াবাদ, গুরগাঁও, পুনে, হায়দ্রাবাদ, মুম্বাই, নয়ডা এবং বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ইন্টার্নশিপটি এক সপ্তাহের জন্য হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে স্টাইপেন্ড দেওয়া হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে এককালীন 2000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে। 

আরও পড়ুনঃ হুঙ্কার ছেড়েও ইস্টবেঙ্গলের হাতে বধ, ডার্বিতে হারতেই চরম অসভ্যতা কামিংসের!

আবেদন করবেন কীভাবে?

এই ইন্টার্নশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচ থেকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

উল্লেখ্য, এখানে আবেদন করার শেষ তারিখ 8 নভেম্বর, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

আবেদন করুন- Click Here

Leave a Comment