বিনামূল্যে রেশন পাওয়ার দিন শেষ, বাদ পড়বে ১.১৭ কোটি নাম! রাজ্যকে নোটিশ কেন্দ্রের

1.17 crore ration card holders names to be removed ration card news

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের কয়েক কোটি রেশন কার্ড হোল্ডারকে বড় ধাক্কা দিল কেন্দ্র! দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো দেশের খাদ্য ও গণবন্টন বিভাগ বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন কয়েক কোটি নাগরিকের তালিকা তৈরি করেছে। রিপোর্ট অনুযায়ী, ওই তালিকায় অন্তত 1.17 কোটি মানুষের নাম উঠেছে যাদের মধ্যে কেউ, বিলাস বহুল প্রাসাদের মালিক, কারো কাছে দামি ফোর হুইলার রয়েছে, কেউ আবার সরকারের আয়করদাতা।

সব মিলিয়ে বিনামূল্যে রেশন পাওয়ার অযোগ্য এমন 1.17 কোটি মানুষের তালিকা তৈরি করে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এইসব অযোগ্যদের নাম বিনামূল্যে রেশনের তালিকা থেকে মুছে ফেলতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

অযোগ্যদের তথ্য প্রকাশ্যে এনেছে খাদ্য ও গণবন্টন বিভাগ

রিপোর্ট অনুযায়ী, প্রথমবারের মতো বিভিন্ন সরকারি তথ্যের উপর ভিত্তি করে রেশন কার্ড ধারীদের তথ্য মিলিয়ে অযোগ্যদের তালিকা দিয়েছে দেশের খাদ্য ও গণবন্টন বিভাগ। ওই তালিকা অনুযায়ী, অযোগ্যদের মধ্যে আয়কর বিভাগ, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের মতো বিভাগগুলিতে এই তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

ক্রস ভেরিফিকেশনে দেখা গিয়েছে, এই অযোগ্য ব্যক্তিদের মধ্যে 94.71 লক্ষ রেশন কার্ড হোল্ডার আয়কর দাতা, 17.51 লক্ষ রেশন কার্ড হোল্ডার চার চাকার মালিক এবং 5.31 লক্ষ ব্যক্তি বিভিন্ন কোম্পানিতে মোটা বেতনের চাকরি করেন।

রাজ্যগুলির মুখ্য সচিবকে আগেই চিঠি দিয়েছিল কেন্দ্র

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আয়করদাতা ও সরকারি কর্মীদের মতো ব্যক্তি যারা বিনামূল্যে রেশন পাওয়ার অযোগ্য এবার তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে যোগ্য এবং অভাবী ব্যক্তিদের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সুবিধা পাইয়ে দিতেই এমন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি কর্মচারী, 1 লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের পরিবার, চার চাকার গাড়ি রয়েছে এবং আয়করদাতা এমন ব্যক্তিরা একেবারেই বিনামূল্য খাদ্যশস্যের যোগ্য নন, এমন দাবিতেই গত 8 জুলাই সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপদেষ্টাদের কাছে চিঠি দিয়েছিল কেন্দ্র।

ওই চিঠিতে খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছিলেন, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ইতোমধ্যেই ডুপ্লিকেট, মৃত এবং নিষ্ক্রিয় সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে। এখন অন্যান্য মন্ত্রকের তথ্যের সাথে মিলিয়ে অযোগ্য সুবিধাভোগীদের একটি তালিকা তৈরি করা হল। এই তালিকাটি API ভিত্তিক ইন্টিগ্রেশনের মাধ্যমে রাজ্যগুলিতে উপলব্ধ করা হবে, যা রাইটফুল টার্গেটিং ড্যাশবোর্ডে দেখতে পাওয়া যাবে।

অবশ্যই পড়ুন: গুজরাতে স্কুলের মধ্যেই ছাত্রকে কুপিয়ে খুন আরেক পড়ুয়ার! গ্রেফতার নাবালক

উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যে দীর্ঘ সময় ধরে বিনামূল্যে রেশনের যে সুবিধা অযোগ্যরা পাচ্ছিলেন, এবার তা বন্ধ করতেই সমস্ত রাজ্যকে ডেডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্র। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে এই অযোগ্য কার্ড হোল্ডারদের যাবতীয় সুবিধা বন্ধ করতে হবে বলেই নোটিশ দিয়ে রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রের খাদ্য ও গণবন্টন বিভাগ। সূত্রের খবর, সেই মতোই নাকি এবার 1.17 কোটি রেশন কার্ডধারীর নাম মুছে ফেলার প্রস্তুতি চলছে!

Leave a Comment