সহেলি মিত্র, কলকাতাঃ রেশন কার্ড (Ration Card) নিয়ে ফের কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আপনিও কি প্রতি মাসে বিনামূল্যে সরকারের ঘর থেকে রেশন (Free Ration Scheme) পেয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল খারাপ। এবার সরকারের শাস্তির খাড়া আপনার ওপরেও পড়তে পারে। রেশন প্রকল্পের আওতায় থাকা প্রায় ২.২৫ কোটি মানুষের নাম ছাঁটাই করল সরকার।
২.২৫ কোটি রেশন প্রাপকের নাম ছাঁটাই করল সরকার
রিপোর্ট অনুযায়ী, বিগত চার থেকে পাঁচ মাসে, রেশন কার্ডের তালিকা থেকে ২ কোটি ২৫ লক্ষ অযোগ্য সুবিধাভোগীর নাম বাদ দেওয়া হয়েছে। আগামী দিনে আরও নাম বাদ পড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁর মতে, এই পদক্ষেপের লক্ষ্য হল এই প্রকল্পের সুবিধাগুলি কেবলমাত্র তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করা যারা সত্যিকার যোগ্য। এই প্রকল্পের আওতায়, প্রতি মাসে দরিদ্র পরিবারগুলিকে ৫ কেজি বিনামূল্যে শস্য যেমন গম, চাল সরবরাহ করা হয়।
অযোগ্য সুবিধাভোগীদের কীভাবে চিহ্নিত করা হয়েছিল?
এক রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েকজনকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (এনএফএসএ) আওতায় আনা হয়েছে কিন্তু যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেনি, যেমন চার চাকার গাড়ির মালিকানা, আয়সীমার বেশি আয়ের অধিকারী ব্যক্তিরা, অথবা কোম্পানির পরিচালক থাকা। খাদ্য সচিব সঞ্জয় চোপড়া বলেন, পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। অনেক সুবিধাভোগী মারাও গেছেন, তবুও তাদের নাম তালিকা থেকে যায়, যা এখন বাদ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করে তালিকাটি রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। এরপর রাজ্য সরকারগুলি অযোগ্যদের নাম যাচাই করে বাদ দেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, ৪-৫ মাসের মধ্যে রেশন কার্ডের ডাটাবেস থেকে ২ কোটি ২৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। রাজ্যগুলিও যোগ্য সুবিধাভোগীদের যোগ করার কাজ চালিয়ে যাচ্ছে।