কৃশানু ঘোষ, কলকাতাঃ বিনা টিকিটে যাত্রীদের ধরপাকড় কোনও নতুন ঘটনা নয়। টিটিইদের ভয়ে, অধিকাংশ যাত্রীই এখন টিকিট কেটেই ট্রেনে ওঠেন। কিন্তু, বর্তমানে বিনা টিকিটের যাত্রীদের থেকেও বেশি করে নজরে পড়ে জাল টিটিই। আর এবার এমনই একটি ঘটনার সাক্ষী হয়ে রইল হাওড়া রেল স্টেশন (Fake TTE In Howrah)।
কী করে ধরা পড়লেন ওই টিটিই?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন অরিত দাস নামের এক টিটিই। দায়িত্ব এবং নিয়ম অনুযায়ী, টিকিটহীন যাত্রীদের ধরপাকড় করে চলছিল জরিমানা আদায়। কিন্তু, হঠাৎ করেই তাল কাটে, যখন ডিউটিরত আরপিএফকে দেখে বারবার জায়গা পরিবর্তন করতে থাকে ওই টিটিই। এমনকি সিসি ক্যামেরায় ওই ব্যক্তিকে দেখে সন্দেহও হয় আরপিএফের।
এরপর রেল সুরক্ষা বাহিনীর অফিসাররা প্ল্যাটফর্মে গিয়ে শুরু করে তাঁর উপর নজরদারি চালানো। কিছুক্ষণ পর, কিছুটা নিশ্চিত হয়ে ওই টিটিইকে জেরা করা শুরু করে আরপিএফরা। এমনকি ওই টিটিইর হাতে থাকা জরিমানার বইয়ের মাপও সাধারণ জরিমানার বইয়ের মাপের সাথে মেলে না। যা দেখে সন্দেহ আরও দৃঢ় হয় রেল সুরক্ষা বাহিনীর।
আরও পড়ুনঃ খানাকুলের ওসির বিরুদ্ধে হিন্দু মহিলার শ্লীলতাহানির অভিযোগ! বিস্ফোরক দাবি বিজেপির
এরপর তাঁকে গ্রেফতার করে হাওড়া জিআরপি। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় জরিমানার জাল বই, মোবাইল, ইন্ডিয়ান রেলের লোগো লাগানো ব্যাজ, জাল আইডি কার্ড সহ আরও কিছু জিনিস। তাঁর কাছ থেকে টিকিটহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ ২২০০ টাকা উদ্ধার করা হয়। এরপর জেরায় ওই ভুয়ো টিটিই অরিত দাস জানায়, সে আগে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। ট্রেনে করেই সে অফিসে যেত।
সেই যাতায়াত করার সময়ে, দীর্ঘ দিন ধরে সে প্ল্যাটফর্মে থাকা টিটিইদের কাজ এবং জরিমানা নেওয়ার ধরণ লক্ষ্য করতো। এরপর হঠাৎ করেই তার চাকরি চলে যায়। চাকরির সন্ধানে এদিক ওদিক ঘোরার সময় তাঁর পরিচয় হয় আর এক ভুয়ো ব্যাক্তির সাথে। যে তাঁকে রেলের টিটিই পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুত দেয়, এবং চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে টাকাও নেয়।
শুধু তাই নয়, শিয়ালদহ, বিধাননগর সহ বিভিন্ন স্টেশনে টিটিইর ডিউটিও দেওয়া হয় তাঁকে। এভাবেই তাঁকে কয়েকদিন আগে হাওড়া স্টেশনে ডিউটি দেওয়া হয়েছিল। রেল পুলিসের একটি সূত্র অনুযায়ী, একটি চক্র এই জাল টিকিট চেকারদের পিছনে কাজ করছে। তারা বেকার যুবকদের রেলে টিটিইর চাকরি পাইয়ে দেওয়ার প্রতারণা করছে। তাঁদের হাওড়া বা শিয়ালদহ সহ বিভিন্ন স্টেশনে ডিউটিও দিচ্ছে। চক্রের মাথাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।